shono
Advertisement

Breaking News

Diwali 2024

'তওবা তওবা' গানে রাষ্ট্রদূতের দুরন্ত নাচ, জমজমাট দীপাবলি উদযাপন দিল্লির মার্কিন দূতাবাসে

ভাইরাল হয়েছে এরিক গারসেটির নাচের ভিডিও।
Published By: Anwesha AdhikaryPosted: 05:06 PM Oct 30, 2024Updated: 06:24 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উদযাপনে মেতে উঠেছে গোটা দেশ। বাদ পড়েনি দিল্লির মার্কিন দূতাবাসও। কর্মচারীদের সঙ্গে দিওয়ালি পালনে মেতে ওঠেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তবে অনুষ্ঠান হাজির সকলকে চমকে দিয়ে নাচের মঞ্চ মাতিয়ে তোলেন মার্কিন রাষ্ট্রদূত। বলিউডের জনপ্রিয় তওবা তওবা গানে তাঁর দুরন্ত পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

চলতি বছরেই মুক্তি পেয়েছিল ভিকি কৌশল-তৃপ্তি দিমরি অভিনীত ব্যাড নিউজ। সেই ছবির গান তওবা তওবা ঝড় তুলেছিল দেশজুড়ে। গানের তালে ভিকির দারুণ নাচও তুমুল জনপ্রিয় হয়। এবার সেই গানের তালেই পা দোলালেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ৫৩ বছর বয়সি গারসেটির নাচ দেখে মুগ্ধ সকলেই। অনুষ্ঠানে হাজির দর্শকরা তো বটেই, নেটিজেনরাও বাহবা জানিয়েছেন গারসেটিকে।

খয়েরি কুর্তা আর সাদা পাজামার সঙ্গে লাল উত্তরীয় পরে মঞ্চ মাতান মার্কিন রাষ্ট্রদূত। পর্দার ভিকি কৌশলের মতোই গারসেটির চোখেও ছিল সানগ্লাস। একেবারে বলিউডি মেজাজে নাচে মেতে ওঠেন তিনি। তবে এই প্রথমবার নয়। গত বছর দীপাবলির অনুষ্ঠানেও বলিউডি গানে নেচেছিলেন গারসেটি। সেবার ছঁইয়া ছঁইয়া গানে পা মেলান তিনি। দুবারই মার্কিন রাষ্ট্রদূতের নাচের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই ধুমধাম করে দীপাবলি পালন করা হয় মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে। সোমবার সেই দিওয়ালি অনুষ্ঠানে মহাকাশ থেকে বার্তা দেন সুনীতা উইলিয়ামস। সেই অনুষ্ঠানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন গারসেটি। তার দুদিন পরেই ভারতের মার্কিন দূতাবাসেও আয়োজিত হল দিওয়ালি। সেখানে খাঁটি ভারতীয় মেজাজে গারসেটিকে দেখে নেটিজেনদের মত, অসাধারণ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরেই মুক্তি পেয়েছিল ভিকি কৌশল-তৃপ্তি দিমরি অভিনীত ব্যাড নিউজ।
  • খয়েরি কুর্তা আর সাদা পাজামার সঙ্গে লাল উত্তরীয় পরে মঞ্চ মাতান মার্কিন রাষ্ট্রদূত।
  • গত কয়েকবছর ধরেই ধুমধাম করে দীপাবলি পালন করা হয় মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে।
Advertisement