shono
Advertisement

পরকীয়ার পথে কাঁটা! ২ সন্তানকে বিষ মেশানো মিষ্টি খাইয়ে ‘খুন’, গ্রেপ্তার মা

ওই মহিলার প্রেমিকের খোঁজ চলছে।
Posted: 08:41 PM Mar 17, 2022Updated: 08:41 PM Mar 17, 2022

সুকুমার সরকার, ঢাকা: দাম্পত্যে ক্রমশই বাড়ছিল তিক্ততা। তাই স্বামী ও স্ত্রী দু’জনের মাঝে চলে আসে তৃতীয় ব্যক্তি। আর তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল দুই সন্তান। তাই বিষ মেশানো মিষ্টি খাইয়ে দুই সন্তানকে খুন করার অভিযোগ উঠল জন্মদাত্রী এক মায়ের বিরুদ্ধে। নারকীয় এই ঘটনার সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আশুগঞ্জের একটি চালকলে কাজ করত লিমা নামে ওই মহিলা। তার স্বামী কাজ করতেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই সন্তান। সে কারণে পথের কাঁটা সরানোর পরিকল্পনা করে সে। মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুসন্তানকে খাওয়ায় মা লিমা বেগম।

[আরও পড়ুন: সন্তানই যেন ভগবান! দোলপূর্ণিমায় রাধাকৃষ্ণ জ্ঞানে নদিয়ায় কিশোরদের পুজো করেন গ্রামবাসীরা]

গত ১০ মার্চ বাড়ি থেকেই উদ্ধার হয় শিশু দু’টির দেহ। শিশুদের মা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে জানায়, সন্তানদের প্রচণ্ড সর্দি, কাশি হয়েছিল। তাদের কাশির ওষুধ খাইয়েছিল। তার জেরে সন্তানরা অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর কোলেও ঢলে পড়ে দু’জনে। তবে লিমার বয়ানে সন্দেহ হয় পুলিশের। কারণ, হাজারও অসঙ্গতি মেলে বলেই দাবি তদন্তকারীদের। তাই একটানা জেরা করা হয় তাকে। টানা জেরায় তদন্তকারীদের কাছে ভেঙে পড়ে সে। সন্তানদের খুনের কথা স্বীকার করে নেয় সে। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। লিমার প্রেমিক সফিউল্লা ফেরার। তার খোঁজে তল্লাশি চলছে।

সন্তান যেমনই হোন না কেন, মা সবসময় সন্তানদের ভাল চান। অথচ সেই জন্মদাত্রী মায়েরই এমন কাণ্ডকারখানায় অবাক প্রায় প্রত্যেকেই। কীভাবে নিজেই সন্তানদের মুখে বিষ মেশানো মিষ্টি তুলে দিল, তা নিয়ে চলছে জোর আলোচনা। 

[আরও পড়ুন: বিমান-সূর্যদের বিদায়! সিপিএমের পরবর্তী রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement