shono
Advertisement

Breaking News

তিলোত্তমায় শ্লীলতাহানি, ১০০ ডায়াল করে যুবককে পুলিশের হাতে তুলে দিলেন তরুণী

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ৷ The post তিলোত্তমায় শ্লীলতাহানি, ১০০ ডায়াল করে যুবককে পুলিশের হাতে তুলে দিলেন তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 PM Jul 28, 2019Updated: 01:31 PM Jul 28, 2019

অর্ণব আইচ: তিলোত্তমার রাজপথে হেনস্তার শিকার এক তরুণী৷ অভিযোগ, ত্রিকোণ পার্কের কাছে শ্লীলতাহানি করা হয় তাঁর৷ বাধ্য হয়ে ১০০ নম্বর ডায়াল করে অভিযোগ জানান ওই তরুণী৷ তাঁর অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল সমর্থক হত্যায় অভিযুক্ত বিজেপি কর্মী ‘খুন’, দেহ উদ্ধারে বাধা পুলিশকে]

অভিযোগকারিণী রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা৷ শনিবার সন্ধে পাঁচটা চল্লিশ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি৷ গিয়েছিলেন বেলেঘাটা থানা এলাকার ত্রিকোণ পার্কের কাছে৷ অভিযোগ, সেই সময় এক যুবক তাঁকে উত্যক্ত করতে থাকে৷ প্রথমে বিশেষ পাত্তা দেননি মহিলা৷ কিন্তু মুহূর্তের মধ্যেই ওই যুবক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলেও অভিযোগ৷ বাধ্য হয়ে ১০০ নম্বর ডায়াল করেন তিনি৷

[আরও পড়ুন: ডায়াবেটিস থাকলে বাড়ির কাছে বদলি শিক্ষকদের, প্রস্তাব শিক্ষা দপ্তরের]

পুলিশ ফোন ধরলে ঘটনার অভিযোগ দায়ের করেন মহিলা৷ তড়িঘড়ি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়৷ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা থানায়৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম গোবিন্দ ভুঁইয়া৷ ট্যাংরা থানা এলাকার বাসিন্দা সে৷ মহিলা ওই যুবকের পূর্ব পরিচিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

[আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাড়ুই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বরখাস্ত এসআই]

এর আগেও রাতের শহরে হেনস্তার শিকার হয়েছেন টেলি তারকা, বক্সার-সহ অনেকেই৷ পুলিশের বিরুদ্ধে উঠেছিল নিষ্ক্রিয়তার অভিযোগ৷ অনেকেই অভিযোগ করেছিলেন, বহু ক্ষেত্রেই ঘটনাস্থলের সঙ্গে নিকটবর্তী থানার এলাকা মিলছে না, এই অজুহাতে অভিযোগ নেয়নি পুলিশ৷ অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে লালবাজার৷ অভিযোগ জমা নেওয়ার ক্ষেত্রে কোনও গড়িমসি করা যাবে না বলেই নির্দেশিকাও জারি করা হয়েছে৷ তারপর থেকে তদন্ত শুরু হয়েছে৷ রাতের শহরে হেনস্তার মতো ঘটনা রুখতে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে৷ কিন্তু এত ব্যবস্থাপনার মাঝে আবারও তিলোত্তমার রাজপথে হেনস্তার শিকার এক মহিলা৷ যদিও অভিযোগ পাওয়ামাত্রই তড়িঘড়ি পুলিশ ব্যবস্থা নেওয়ায় খুশি অভিযোগকারিণী৷

The post তিলোত্তমায় শ্লীলতাহানি, ১০০ ডায়াল করে যুবককে পুলিশের হাতে তুলে দিলেন তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement