shono
Advertisement

পঞ্চায়েতের নিদান, হেনস্তার অভিযোগে যুবককে জুতোপেটা তরুণীর, ভাইরাল ভিডিও

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল পুলিশ।
Posted: 08:48 PM Aug 17, 2023Updated: 08:48 PM Aug 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতের নির্দেশে যুবককে তালিবানি ‘শাস্তি’! গ্রামের এক তরুণীকে হেনস্তার অভিযোগ উছেছিল ওই যুবকের বিরুদ্ধে। অপরাধে গ্রামের রাস্তায় দাঁড় করিয়ে জুতোপেটা করা হল তাঁকে। অভিযোগকারী তরুণী সর্বসমক্ষে শাস্তি দিলেন অভিযুক্তকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি গ্রামের এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুরের বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামের রাস্তায় দাঁড়ানো যুবককে জুতো খুলে মারছেন তরুণী। যুবকের মুখে জুতো দিয়ে একাধিকবার আঘাত করা হয়। কেউ একজন তরুণীকে এমন কাজের নির্দেশ দেওয়ার পরেই তিনি তা করেন। যুবক কয়েক ঘা সহ্য করার পর হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন।

[আরও পড়ুন: দিলীপকে দিল্লিতে জরুরি তলব শাহর, এবার কি মানভঞ্জনের পালা?]

তরুণী সরে যেতে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা যায়। তিনি যুবককে শাসান। তাঁর জামা টেনে খুলে নেন। এরপর তরুণীর সামনে হাতজোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দাঁড়াতে দেখা যায় যুবককে। এমন ঘটনার সময় গ্রামের অনেকেই দাঁড়িয়েছিল আশপাশে। উপস্থিত ছিল কৌতূহলী শিশুরাও। তাদের সামনেই পঞ্চায়েতের নির্দেশে যুবককে জুতোপেটা করে ‘শাস্তি’ দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নড়চড়ে বসে পুলিশ। বাহাদুরগড় থানার তরফে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement