সৌরভ মাজি, বর্ধমান: খণ্ডঘোষের সভা থেকে মুখ্যমন্ত্রী ও মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হলেন বর্ধমানের এক মহিলা। জামিন অযোগ্য ধারায় সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।
গত বুধবার খণ্ডঘোষে সভা করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেখান থেকেই অভিনেত্রী সায়নী ঘোষ, দেবলীনা দত্তের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন তিনি। এমনকী তাঁদের ‘যৌনকর্মী’ বলেও কটাক্ষ করেন। ওই সভা থেকেই বিধানসভা ভোটে জিতে রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে সবাইকে স্কুটি দেওয়ার কথা ঘোষণাও করেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার রাজ্য সভাপতির এইসব মন্তব্য নিয়ে দলের রাজ্য নেতৃত্বের একাংশ অসন্তুষ্ট। রাজ্য নেতা শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমের কাছে সৌমিত্র খাঁ’র মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। সৌমিত্রর মন্তব্যের প্রতিবাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।
[আরও পড়ুন: আজ প্রাথমিকের TET, অতিরিক্ত বাস-ট্রেন না চলায় চরম ভোগান্তির আশঙ্কা পরীক্ষার্থীদের]
জানা গিয়েছে, সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামল রুজু হয়েছে। তার মধ্যে একটি জামিন অযোগ্য। বিজেপির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করিয়েছে তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবু টুডু বলেন, “অসভ্যের দল বিজেপি। তাদের নেতাদের মুখে ওই ধরনের অশালীন কথাবার্তাই বেরবে। ভাল কিছু নয়। বাংলার মানুষ ওদের বর্জন করবে।”