সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডেঙ্গুতে (Dengue) মৃত্যুর ঘটনা রাজ্যে। এবার ডেঙ্গুর বলি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আতাপুরের বাসিন্দা। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। ফলে মোট ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩।
জানা গিয়েছে, মৃতার নাম মালিনি দাস। বয়স ৩৮ বছর। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আতাপুরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শরীরে ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল। টেস্ট করতেই রিপোর্ট আসে পজিটিভ। আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ডেট সার্টিফিকেট অনুযায়ী এদিন দুপুর পৌনে ১টা নাগাদ মৃত্যু হয়েছে মালিনিদেবীর।
[আরও পড়ুন: ‘বিজেপি ধ্বংস চায়, ওদের দিকে দেখার দরকার নেই’, নবান্ন অভিযানের দিনই বার্তা মমতার]
মালিনি দাসের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ বিকল অর্থাৎ মাল্টি অরগান ফেলিওরের উল্লেখ রয়েছে। যদিও স্বাস্থ্য ভবন এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয়। এদিকে ডেঙ্গু দমনে বুধবার থেকে শহরে ড্রোন উড়বে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “ডেঙ্গু মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপড়তায় কাজ চলছে। আগামী ৭ দিনের মধ্যে পাড়ায় পাড়ায় ফিভার ক্লিনিকও চালু হয়ে যাবে।”
প্রসঙ্গত, রাজ্যে করোনা দাপট অনেকটাই কমেছে। তবে এখনও প্রতিদিন বেশ কিছু মানুষ সংক্রমিত হচ্ছেন। এরই মাঝে নয়া আতঙ্ক ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলছে। রাজ্যের বেশ কয়েকটি জেলার পরিস্থিত বেশ খারাপ। গত কয়েকদিনে হাওড়ায় ডেঙ্গুর বলি ৫ জন। পরিসংখ্যান বলছে, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও মুর্শিদাবাদের পরিস্থিতিও বেশ উদ্বেগের।