সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অমানবিক ঘটনার সাক্ষী দিল্লি (Delhi)। দাম্পত্য কলহের জেরে তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন (Murder) করার অভিযোগ উঠল তরুণী মায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগেই থাকত বছর ছাব্বিশের ওই তরুণীর। সেই ঝামেলার বলি হয় শিশুসন্তান। ঘটনাটি ঘটেছে রাজধানীর হায়দারপুর এলাকায়। অভিযুক্ত মায়ের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ (Delhi Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। অভিযুক্তের তরুণীর নাম অঞ্জলি দেবী। স্বামী বেসরকারি সংস্থার কর্মী স্বামী সঞ্জিত। বেশ কয়েক বছর ধরে স্বামী, শাশুড়ি ও অঞ্জলি উত্তর-পশ্চিম দিল্লির একটি ভাড়া বাড়ির বাসিন্দা। প্রতিবেশীদের বক্তব্য, স্বামীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত অঞ্জলির। শাশুড়ি সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তার। ঘটনার দিন স্বামীর সঙ্গে তুমুল ঝগড়ার পরেই ভয়ংকর কাণ্ড করে বসে সে। তিন মাসের মেয়ের গলায় সরু দড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
[আরও পড়ুন: ‘রামচন্দ্র ভগবান নন’, বিজেপির জোটসঙ্গীর মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়, সতর্ক করল গেরুয়া শিবির]
যদিও অঞ্জলির বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করেছেন শাশুড়ি। তিনি বলেছেন, মেয়ের গলায় সরু হার পরা ছিল, তাতেই কোনওভাবে ফাঁস লেগে মৃত্যু হয় শিশুটির। অন্যদিকে যে বাড়ির ভাড়াটিয়া অঞ্জলিরা, তার মালিক নীরজ কুমারের বক্তব্য, অঞ্জলি গত এক বছর বিহারের দ্বারভাঙায় বাপের বাড়িতে ছিল। সম্প্রতি স্বামীর কাছে ফেরে। আসার পর থেকেই ঝামেলা লেগেছিল। নীরজ কুমার পুলিশকে জানিয়েছেন, “শাশুড়ি প্রায়ই অঞ্জলির সঙ্গে ঝগড়া করতেন। শেষের দিকে অঞ্জলি তাঁর সমস্ত সমস্যার জন্য মেয়েকে দোষী করা শুরু করে। এরপর এদিনের ঘটনা।” এই ঘটনায় ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের পর শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সবাইকে! পাঞ্জাবে ক্ষমতায় এসেই বড় ঘোষণা আপের]
এদিকে রাজধানীর অন্য একটি ঘটনায় বোনকে খুনে অভিযুক্ত হয়েছে এক দাদা। বোনের সঙ্গে বচসার পর তাঁকে শ্বাসরোধ করা খুন করার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। উত্তর-পশ্চিম দিল্লির মহেন্দ্র পার্কের ঘটনা। মৃতার নাম বিনীতা। অভিযুক্ত দাদা বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।