shono
Advertisement

দীর্ঘদিনের সম্পর্ক রাখতে চাননি প্রেমিকা! রাগে তরুণীকে পুড়িয়ে খুনের চেষ্টা যুবকের

পুলিশের দ্বারস্থ আক্রান্তের পরিবার।
Posted: 02:12 PM Apr 16, 2023Updated: 02:12 PM Apr 16, 2023

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয়জনের প্রবেশ। তা জানতে পারার পরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা প্রেমিকার। তার পরিণতি হল ভয়ংকর। ঘরের ঘরে ঢুকে প্রেমিকাকে আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার তালপুকুর পাড়ার মালিবাগান এলাকায়। তরুণীর পরিবার রানাঘাট থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট তালপুকুর পাড়ার মালিবাগান এলাকার বাসিন্দা চন্দন সরকার। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী এক যুবতীর। প্রেমিকের বাড়িতে যাতায়াত ছিল ওই যুবকের। তাঁদের প্রেমের সম্পর্কের কথা জানতেন এই যুবতীর বাড়ির লোকজনও। অভিযোগ, সম্প্রতি ওই যুবতী জানতে পারেন, তাঁর প্রেমিক অর্থাৎ চন্দন সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে অন্য এক মহিলার। এমনকী, আরও কয়েকজন মহিলার সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতার কথাও জানতে পারেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টা জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন ওই যুবতী। কিছুদিন ধরেই প্রেমিককে এড়িয়ে চলছিলেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে চন্দন। প্রথমে প্রেমিকাকে কথাবার্তা বলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতে হয়নি কোনও কাজ। ওই যুবতী তাঁর প্রেমিককে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এই সম্পর্ক রাখবেন না। সেটাই কাল হল।

[আরও পড়ুন: ‘আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে’, ফের অনুব্রতর হয়ে সওয়াল ফিরহাদের]

যুবতীর অভিযোগ, “শনিবার সকালে আমি ঘুমিয়েছিলেন। সেই সময় হঠাৎ চন্দন সরকার বাড়িতে আসে। আমাকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর ঘরের মধ্যেই আমার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে মারার চেষ্টা করে। পরিবারের লোকজন তড়িঘড়ি ছুটে আমাকে বাঁচায়।” তবে পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় চন্দন সরকার। আক্রান্তের কথায়, “ও আমাকে খুন করার চেষ্টা করেছিল। কারণ,আমি ওর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না। আমি ওর কঠোর শাস্তি চাই।” শনিবার সন্ধেয় রানাঘাট থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: CPM-TMC’র পর নতুন দল! ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ ঘোষণা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভাসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement