shono
Advertisement

Breaking News

মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু আক্রান্তের

যুবককে উদ্ধার করতে ১৫ হাজার টাকা দিতে হয় পরিবারকে।
Posted: 07:41 PM Sep 12, 2021Updated: 07:41 PM Sep 12, 2021

বাবুল হক, মালদহ: ফের গণপিটুনির ঘটনা রাজ্যে। মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের (Murder) ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহের (Malda) হরিশচন্দ্রপুরে। তবে এখনও এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রভাত মণ্ডল। তাঁর বয়স ২৩ বছর। মালদহের হরিশচন্দ্রপুরের পিপলতলার বাসিন্দা তিনি। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। তবে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই মালদহের বাড়িতেই থাকছিলেন তিনি। জানা গিয়েছে, বাড়ি ফেরার পর থেকেই মোবাইলে ব্যস্ত থাকতেন ওই যুবক। গেম খেলতেন বলেই দাবি পরিবারের।

[আরও পড়ুন: চিকিৎসার ‘গাফিলতি’তে প্রসূতির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, বোলপুর মহকুমা হাসপাতালে ধুন্ধুমার]

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতেই ছিলেন প্রভাত। সেই সময় একটি ফোন আসে। তারপরই তিনি চলে যান। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি প্রভাত। রবিবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, মোবাইল চুরির অভিযোগে মারধর করা হয়েছে প্রভাতকে। তাকে উদ্ধার করতে গেলে ১৫ হাজার টাকা দাবি করা হয়। সেই টাকা দিয়ে ছেলেকে উদ্ধার করলেও শেষ রক্ষা হল না। এদিন প্রথমে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রভাতকে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রভাব।

উল্লেখ্য, গত রবিবার সকালে মালদহের মঙ্গলবাড়ি এলাকায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। কী কারণে ঘোরাফেরা করছেন, তা নিয়ে জেরা করা হয় ওই ব্যক্তিকে। আর তাতেই হতভম্ব হয়ে যান ওই ব্যক্তি। সঠিকভাবে উত্তর দিতে পারেননি তিনি। তাতেই সন্দেহ হয় সকলের। এলাকাবাসীরা ভাবতে শুরু করেন ওই ব্যক্তিই মোটর বাইক চোর। এরপরই বেধড়ক মারধর করা হয় তাঁকে। সপ্তাহান্তে সেই ঘটনার পুনরাবৃত্তি মালদহে।

[আরও পড়ুন: অর্জুন গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন মণীশ শুক্লা ঘনিষ্ঠ নেতা-সহ বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement