অর্ণব দাস, বারাকপুর: সম্পর্ক ভাঙতেই প্রেমিকার ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ। পুলিশের জালে বারাকপুরের বাসিন্দা অভিযুক্ত যুবক। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী।
জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ সরকার। শ্যামনগরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে তার দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্ক ছিল। মাঝে আচমকাই ছন্দপতন। দূরত্ব তৈরি হয় যুগলের মধ্যে। সম্পর্কে ছেদ ঘটে। অভিযোগ, তারপর থেকেই দেখা করার জন্য চাপ দিতে থাকে বিশ্বজিৎ। হুমকি দেয়, দেখা না করলে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেবে সোশ্যাল মিডিয়ায়। ভয় পেয়ে প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করেন তরুণী। অভিযোগ, সেই সময় তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রতিবাদ করেন তিনি। কোনওক্রমে ফিরে আসেন সেখান থেকে।
[আরও পড়ুন: নকশি কাঁথা বুনে সংসারযাপন, সেই বিদায়ী উপপ্রধানই ভোটযুদ্ধে ফের তৃণমূলের সৈনিক]
অভিযোগ, এরপরই তরুণী জানতে পারেন, তাঁদের ঘনিষ্ঠমুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই বিশ্বজিতের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তিনি। জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে গ্রেপ্তার গুণধর যুবক।