shono
Advertisement

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, CID’র জালে এক বাংলাদেশী

৭ দিনের মধ্যেই সাফল্য পেল পুলিশ।
Posted: 10:18 AM Feb 24, 2021Updated: 12:42 PM Feb 24, 2021

শাহাজাদ হোসেন, ফরাক্কা: নিমতিতা (Nimtita) বিস্ফোরণ কাণ্ডে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করল সিআইডি। ধৃতের নাম শেখ নাসিম। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে। কেন এই হামলা? নেপথ্যে কার কার যোগ রয়েছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন।  সেখানে বিস্ফোরণে গুরুতর জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান অনুজ শর্মাও। ৭ দিনের মধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। 

[আরও পড়ুন: দিনভর ইঁদুর দৌড়ের পরও হল না শেষরক্ষা, পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার