সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বল্প সময়ে দ্রুত অধ্যয়ন। এই লক্ষ্য নিশ্চিত করতে শিক্ষার্থীদের সুবিধার্থে তিন/চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স, পূর্ণ মেয়াদের আগেই শেষ করার অনুমতি দিতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২০২৬ থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে যেতে পারে। এক্ষেত্রে তিন বা চার বছরের ডিগ্রি কোর্স, পূর্ণ মেয়াদ অতিক্রান্ত হওয়ার মাস ছয়েক বা এক বছর আগেই শেষ করতে পারবেন শিক্ষার্থীরা। মানে তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্সের ক্ষেত্রে ছ’মাস আগে এবং চার বছরের কোর্সের ক্ষেত্রে এক বছর আগে, কোর্স শেষ করা যাবে। ফলে ডিগ্রিও মিলবে সময়ের আগেই।
ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন। তাঁর কথায়, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির নেতৃত্বাধীন কমিটি এই সংক্রান্ত সুপারিশটি করেছিলেন, যা সম্প্রতি ইউজিসি অনুমোদন করেছে। যে সব শিক্ষার্থী ‘ফাস্ট লার্নার’ অর্থাৎ দ্রুত অধ্যয়নে পারদর্শী, তাঁরা যাতে নির্ধারিত সময়সীমার আগেই দ্রুত কোর্স শেষ করতে পারে এবং নিজেদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, তার জন্যই এই অনুমতি।
সম্প্রতি আইআইটি মাদ্রাজে ‘সাউথ জোন কনফারেন্স ফর অটোনোমাস কলেজেস অন ইমপ্লিমেন্টেশন অফ এনইপি ২০২০’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জগদীশ কুমার। সেখানেই তিনি এই কথা জানান। তাঁকে প্রশ্ন করা হয়, এক জন শিক্ষার্থী কত দ্রুত নিজের ইউজি (আন্ডারগ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করতে পারবে? উত্তরে কুমার বলেন, ‘‘সেই শিক্ষার্থীর মেধার উপর তা নির্ভর করছে। যদি সে চায়, দু’বছরের মধ্যে পুরো কোর্স শেষ করতে তাহলে সেটা তার পক্ষে কষ্টকর এবং পরিশ্রমদায়ক হতে পারে। তাই আমাদের মনে হয়েছে, যে সব পড়ুয়ারা যথার্থ অর্থেই প্রতিভাবান, তাঁরা দ্রুত কোর্স শেষ করতে পারে ঠিকই, তবে তা মূল মেয়াদের ছ’মাস কিংবা বড়জোর এক বছর আগে। তবে যে সব পড়ুয়া চান নির্ধারিত পূর্ণ সময়ের মধ্যেই কোর্স শেষ করতে, তাহলে তাঁরা তা-ও করতে পারেন।’’
তাঁর আরও সংযোজন, ‘‘ইউজিসি-র তরফে ইতিমধ্যেই কোর্সের মধ্যে বহুমুখী প্রবেশ ও প্রস্থানের বিকল্প রাখা হয়েছে। শিক্ষার্থীরা এরও সুবিধা নিতে পারে। তারা প্রয়োজনমতো কোর্স থেকে বিরতি নিতে পারে এবং পরে ফিরে এসে এটি সম্পূর্ণ করতে পারে। একইসঙ্গে সময়সীমা বেছে নেওয়ার পরে তা আবার পাল্টানোও যাবে।’’ কুমারের মতে, ‘‘কত বছরে ছাত্রছাত্রীরা এই কোর্স শেষ করবেন সেই ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছে ইউজিসি। আমাদের মূল লক্ষ্য হল উচ্চশিক্ষার জগতকে পড়ুয়াদের কাছে সহজসাধ্য করে তোলা। এর মাধ্যমে আরও বেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জগতে আসবে।’’