shono
Advertisement
Tab Scam

ট্যাব দুর্নীতিতে জারি ধরপাকড়, এবার জালে শিলিগুড়ির প্রাথমিক শিক্ষক-সহ ৩

ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায় বলে খবর। এই চোপড়া থেকেই ট্যাব দুর্নীতি কাণ্ডের সূত্রপাত হয়।
Published By: Sucheta SenguptaPosted: 10:22 AM Nov 18, 2024Updated: 12:49 PM Nov 18, 2024

অর্ণব আইচ: ট্যাব দুর্নীতি কাণ্ডে ধৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এবার শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতার পুলিশের জালে তিন। তাঁদের মধ্যে একজন প্রাথমিকের শিক্ষক বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায় বলে খবর। উল্লেখ্য, এই চোপড়া থেকেই ট্যাব দুর্নীতি (Tab Scam) কাণ্ডের সূত্রপাত। ধৃতদের জেরা করছেন কলকাতা পুলিশের তৈরি সিটের আধিকারিকরা। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও খোঁজ চলছে। তাদের নিয়ে আসা হচ্ছে কলকাতায়। 

Advertisement

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় ট্যাবের টাকা দেওয়া হয়। পড়ুয়াদের নিজস্ব অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যায়।  এখন সেই টাকা নিয়েও দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে। যার মূল উৎস্য উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানেই প্রথম ট্যাবের টাকা তছরূপের হদিশ মেলে। গোটা উত্তরবঙ্গ জুড়েই এই জাল ছড়িয়েছে। গ্রেপ্তারও হয়েছে অনেকে। 

এই দুর্নীতির তদন্তে কলকাতা পুলিশ সিট গঠন করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ১৯১১ জন পড়ুয়া আর্থিক কেলেঙ্কারির শিকার। কোথা থেকে কীভাবে ট্যাবের টাকা এভাবে নয়ছয় হল, তার প্রাথমিক ধারণাও করে ফেলেছেন তদন্তকারীরা। বলা হচ্ছে, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটানো হয়েছে। এর মধ্যে স্কুলের কেউ জড়িত বলেও প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সেসবের কিনারা করতে অপারেশন শুরু করে কলকাতা পুলিশের সিট। আর তাতেই শিলিগুড়ি থেকে প্রাথমিকস স্কুলের এক শিক্ষক-সহ ধরা পড়েছেন ৩ জন। তাদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের খোঁজ করছে পুলিশ। শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে তিনজনকে। তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্যাব দুর্নীতিতে কলকাতা পুলিশের জালে ৩।
  • শিলিগুড়ি থেকে ধৃত তিনজনের মধ্যে একজন প্রাথমিকের শিক্ষক বলে জানা গিয়েছে।
Advertisement