shono
Advertisement

Breaking News

প্রেম না পাগলামি! ভিড় রাস্তার মাঝেই সহকর্মীকে সিঁদুর পরাল যুবক

সল্টলেক সেক্টর ফাইভের ঘটনায় তাজ্জব প্রত্যক্ষদর্শীরা। The post প্রেম না পাগলামি! ভিড় রাস্তার মাঝেই সহকর্মীকে সিঁদুর পরাল যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:32 AM Oct 20, 2019Updated: 04:31 PM Oct 20, 2019

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: প্রেম বোধ হয় সত্যিই অবুঝ। তাই ভালবাসার জন্য এমন অনেককিছুই করা যায় যা গোটা দুনিয়ার কাছে পাগলামি। এবার প্রেমের টানে এমনই এক অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলল এক যুবক। কাণ্ডজ্ঞানশূন্য হয়ে মাঝ রাস্তার পছন্দের মানুষটিকে সিঁদুর পরিয়ে দিল সে। যদিও বিষয়টি মোটেও ভালভাবে নেননি ওই তরুণী। ফলত যা হওয়ার তাই হল! প্রেমকে পরিণতি দিতে গিয়ে পুলিশ হেফাজতে ঠাঁই হল রণধীরকুমার শর্মা নামে যুবকের। বিরলতম এই ঘটনাটি ঘটেছে শহরের প্রাণকেন্দ্র সল্টলেক পাঁচ নম্বর সেক্টরে।

Advertisement

অন্যান্যদিনের মতোই এদিন সাড়ে সাতটা নাগাদ অফিস থেকে বেরিয়ে বাস ধরতে যাচ্ছিলেন ওই তরুণী। অফিস থেকে বেরনোর পরই তাঁর পিছু নেয় রণধীর নামে এক যুবক। ওয়েবেল মোড়ের কাছে আচমকাই তরুণীর পথ আটকায় সে। আচমকাই পকেট থেকে একটি সিঁদুরের কৌটো বের তরুণীকে পরিয়ে দেয় সে। তরুণী বাধা দিলে তাঁকে শারীরিকভাবে নিগ্রহও করে ওই যুবক। বাধা দেওয়া ফল ভাল হবে না বলে হুমকিও দেয়।

চোখের সামনে ঠিক কী ঘটছে বুঝে উঠতে পারছিলেন না বাসস্ট্যান্ডে অপেক্ষারত অন্যান্য যাত্রীরা। ঘটনার নাটকীয়তায় হকচকিয়ে যান তাঁরাও। বিষয়টি বোধগম্য হতেই কয়েকজন রণধীরকে বাধা দেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় ভরা বাসস্ট্যান্ডে। তারপর কয়েকজনের পরামর্শে ইলেকট্রনিক্স থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মহিলা। খানিকক্ষণ পর গ্রেপ্তার করা হয় রণধীরকে। সে অপরাধ স্বীকার করেছে। কিন্তু পাশাপাশি সে জানিয়েছে, কাউকে ভালবাসায় অপরাধ নেই।

জানা গিয়েছে, আদতে সহকর্মী এই দু’জন। একসঙ্গে একটি কল সেন্টারে কাজ করেন। পাশাপাশি বসে কাজ করতে গিয়ে পরিচয়। কথাবার্তা। কখন যেন নিজের অজান্তেই ভাললাগা শুরু হয়েছিল। কিছুদিনের মধ্যে যা একতরফা গভীর ভালবাসায় বদলে যায়। কিন্তু কী করে প্রস্তাব দেবে বুঝতে পারছিল না। তাই এভাবেই ভালবাসার পরিণতি দিতে চেয়েছিল রণধীর। জেরায় এমনটাই জানিয়েছে ওই যুবক।

ছবি: প্রতীকি

[আরও পড়ুন: নিমতায় দেবাঞ্জন হত্যাকাণ্ডে বজবজ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত প্রিন্স]

The post প্রেম না পাগলামি! ভিড় রাস্তার মাঝেই সহকর্মীকে সিঁদুর পরাল যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement