অর্ণব আইচ: পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ধৃত মোক্তার আলম নামে এক যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক এটিএম কার্ড, প্যান কার্ড-সহ বেশ কিছু নথি।
মৌলবাদীদের দাপটে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। পরিস্থিতি এতটাই জটিল যে, অনেকেই চেষ্টা করছেন কোনওক্রমে ভারতে চলে আসার। এদিকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে গত ১৫ ডিসেম্বর ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডলকে। তাঁদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। রাজ্য়ের একাধিক জেলা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় প্রচুর জাল নথি, এসবিআই ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সিল, একাধিক ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসা।
ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে মোক্তার আলম নামে এক যুবককে। জানা গিয়েছে, আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এই মোক্তার। ধৃতকে জেরা করলে জাল পাসপোর্ট চক্রে জড়িত বাকিদের হদিশ মিলবে বলেও আশাবাদী পুলিশ।