শান্তনু কর, জলপাইগুড়ি: পুজোর মাঝে অশান্তি ছড়ানোর চেষ্টা। জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার এক যুবক। কী কারণে অস্ত্র নিয়ে ঘুরছিল ওই যুবক, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিপ্লব রায়। জলপাইগুড়ি শহরের সুভাষ উন্নয়নপল্লির বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, সপ্তমীর রাতে জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় ইতস্ততভাবে ঘোরাঘুরি করছিল ওই যুবক। তা নজরে পড়তেই সন্দেহ হয় পুলিশের। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
[আরও পড়ুন: সপ্তমীর রাতে মাকে খুন! বাবাকে ধারালো অস্ত্রের কোপ, ‘মদ্যপ’ ছেলের কীর্তিতে চাঞ্চল্য জলপাইগুড়িতে]
সূত্রের খবর, এর আগেও অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল ধৃত যুবকের বিরুদ্ধে। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ জানিয়েছে, এদিন আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে নাইন এমএম পিস্তল। সঙ্গে উদ্ধার হয়েছে তিন রাউন্ড তাজা কার্তুজ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।