shono
Advertisement

কানে হেডফোন দিয়ে রেললাইন পেরতে গিয়েই বিপত্তি, ট্রেনের ধাক্কায় মৃত যুবক

পরপর দুটি ট্রেন ধাক্কা দেয় ওই যুবককে।
Posted: 06:51 PM May 22, 2023Updated: 06:51 PM May 22, 2023

অংশুপ্রতিম পাল, খড়গপুর: কানে হেডফোন দিয়ে রেললাইন পার হওয়ার জের। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খড়গপুর শহরের খড়িদা রেলগেটে।

Advertisement

রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাহিল আগরওয়াল (১৯)। বাড়ি খড়গপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোড এলাকায়। শহরের বুক চিরে চলে গিয়েছে খড়গপুর মেদিনীপুর শাখার আপ এবং ডাউন দুটি রেললাইন। গিরি ময়দান স্টেশন ছাড়িয়ে কিছুটা এগিয়ে খড়িদা রেলগেট। জানা গিয়েছে, এইদিন সকালে বন্ধ থাকা রেলগেটের নিচ দিয়ে কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। ঠিক তখনই হাওড়াগামী রানি শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি গিরি ময়দান স্টেশনের দিকে দ্রুত বেগে ছুটে আসছিল। কানে হেডফোন লাগানো থাকায় এই যুবক ট্রেনের কোনও আওয়াজ শুনতে পাননি। এমনকী রেলগেটে অপেক্ষায় থাকা প্রচুর মানুষের সতর্কবাণীও তাঁর কানে পৌঁছায়নি। ফল যা হওয়ার তাই হল। চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন আপ লাইনের সামনে।

[আরও পড়ুন: কথা রাখলেন শুভেন্দু, নিহত ২ বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের দিলেন চাকরি]

সেইসময় মেদিনীপুরগামী একটি লোকাল ট্রেন রেলগেটের কাছে চলে আসে। সেই ট্রেনে ফের ধাক্কা খায় যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় উপস্থিত মানুষজন খবর দেন কাছেই খড়িদা পুলিশ ফাঁড়িতে। আর রেলগেটের কেবিন থেকে খবর দেওয়া হয় খড়গপুর জিআরপি থানায়। খবর পাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, বাবা মায়ের একমাত্র এই পুত্র সন্তান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।

এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলর অভিষেক আগরওয়াল বললেন, “খুবই দুঃখজনক ঘটনা। ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন একা। এদিনও মনে হয় সেরকমভাবে বাড়ি থেকে একা বেরিয়ে পড়েছিলেন। মৃতের পরিবারকে সমবেদনা জানাই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement