সঞ্জিত ঘোষ, রানাঘাট: পেশা নয়, নেশা ও যাদবপুরে মৃত ছাত্রকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ। রাখি উপলক্ষে বাতিল জিনিসে রাখি বানিয়ে তাক লাগালেন নদিয়ার শিল্পী গৌরব সরকার। ব্যবহার করলেন নারকেলের মুচি, ফুলের কুঁড়ি, সুপারির খোলের মতো এমন কিছু জিনিস, যা কাজে লাগে না।
বুধবার রাখি। স্বাভাবিকভাবেই বাজার ভরে গিয়েছে বাহারি রাখিতে। সবাই চান, সবচেয়ে সুন্দর রাখি কিনতে নিজের ভাইয়ের জন্য। রাখির আগে অভিনব রাখি বানিয়ে সবাইকে চমকে দিলেন নদিয়ার গৌরব। নারকেলের মুচি, ফুলের কুঁড়ি, সুপারির খোল, দড়ি, ধানের মতো সামগ্রী ব্যবহার করে তৈরি করেছেন সুদৃশ্য রাখি। শিল্পীর কথায়, “যাদবপুরের মৃত ছাত্রকে উৎসর্গ করে এই রাখি বানিয়েছি।”
[আরও পড়ুন: নিমেষে ক্যানভাসে রাধাকৃষ্ণ ফুটিয়ে তুলে বিশ্বরেকর্ড কাটোয়ার যুবকের, গর্বিত পরিবার]
কিন্তু কেন এমন বাতিল জিনিসে রাখি তৈরির সিদ্ধান্ত? শিল্পীর কথায়, বাজারে পয়সা দিয়ে হাজার রকমের রাখি কিনতে পাওয়া যায়। কিন্তু এই অভিনব সৃষ্টি মানুষের মনের মণিকোঠায় চিরতরে দাগ কেটে দেবে। লোক মনে রাখবে, সেই কারণেই এই সৃষ্টি। নিজের বানানো রাখি পছন্দের মানুষদের উপহার দেবেন শিল্পী।