shono
Advertisement

Breaking News

চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? ধন্দে পুলিশ

দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
Posted: 11:14 AM Jan 30, 2021Updated: 11:14 AM Jan 30, 2021

শাহাজাদ হোসেন, ফরাক্কা: তৃণমূল (TMC) কর্মীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabbad) কাসিমনগর। শাসকদলের অভিযোগ, কৃষি আইনের বিরোধিতায় সরব হওয়ায় এই পরিণতি ওই যুবকের। যদিও এই অভিযোগ মানতে নারাজ পরিবার।

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদের কাসিমনগরের শংকরপুরের বাসিন্দা সাদ্দাম মোমিন। বয়স ২৮। শুক্রবার বিকেলে কৃষি আইনের বিরোধিতায় ওই এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে গিয়েছিলেন সাদ্দাম। রাতে এলাকার একটি চায়ের দোকানে ছিলেন তিনি। ইব্রাহিম মোমিন ও ইসব মোমিন নামে দুই যুবক গিয়েছিল সেখানে। সেখানেই সভায় যাওয়া নিয়ে ইব্রাহিম ও ইসবের সঙ্গে বচসা বাঁধে সাদ্দামের। অভিযোগ, সেই ঘটনার জেরেই এলোপাথারি কোপানো হয় সাদ্দামকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। তৃণমূলের অভিযোগ, কৃষি আইনের বিরোধিতায় সরব হওয়ার কারণেই দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল ওই যুবকের। ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও শাসকদলের অভিযোগ মানতে নারাজ মৃতের পরিবার। তাঁদের দাবি, এই খুনের পিছনে রাজনীতির যোগ নেই। মৃত, অভিযুক্ত উভয়ই শাসকদলের কর্মী। বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পিছনে আদৌ রাজনীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: সরানো হল চন্দননগরের পুলিশ কমিশনারকে, বদলির নির্দেশ পেয়েই ইস্তফা হুমায়ুন কবীরের]

শিয়রে ভোট। দিনক্ষণ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তাই জোরকদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। ভোট যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। কোথাও আক্রান্ত হচ্ছেন শাসকদলের নেতা-কর্মী। কোথাও বিরোধীরা। প্রাণহানির ঘটনাও ঘটছে। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

[আরও পড়ুন: বিশেষ কারণে বাতিল অমিত শাহর দু’দিনের রাজ্য সফর, স্থগিত সব কর্মসূচিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement