shono
Advertisement

জনকল্যাণমূলক প্রকল্পে বাধ্যতামূলক নয় আধার, নির্দেশ সুপ্রিম কোর্টের

তাহলে কোথায় বাধ্যতামূলক আধার? The post জনকল্যাণমূলক প্রকল্পে বাধ্যতামূলক নয় আধার, নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 AM Mar 27, 2017Updated: 04:43 PM Dec 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আধার বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হচ্ছিল। তবে জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে সরকার তা বাধ্যতামূলক করতে পারে না। সোমবার এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement

হজযাত্রীদের জন্য আধার বাধ্যতামূলক করার ভাবনা আদিত্যনাথের ]

সম্প্রতি মিড ডে মিল প্রকল্পে আধার বাধ্যতামূলক করা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে এখনও আধার পৌঁছায়নি। এ অবস্থায় এ নিয়ম লাগু হলে বহু বাচ্চাই বৈষম্যের শিকার হবে। এ নিয়ে বিরোধিতা তুঙ্গে উঠতেই সিদ্ধান্ত ফিরিয়ে নেয় কেন্দ্র। কোন কোন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হবে, সে বিষয়ে এক শুনানির রায় দিতে গিয়েই আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে প্রশাসন এখনই আধার বাধ্যতামূলক করতে পারে না।

তবে কিছু কিছু ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার ছাড়পত্র দেওয়া হয়েছে। যেমন ব্যাঙ্ক আ্যাকাউন্ট খোলা বা এই ধরনের বিষয়ে। সম্প্রতি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার। ইতিমধ্যে দেশের সমস্ত মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্যও আধারের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The post জনকল্যাণমূলক প্রকল্পে বাধ্যতামূলক নয় আধার, নির্দেশ সুপ্রিম কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement