shono
Advertisement

পোর্ট ট্রাস্টে বাড়ছে ‘ভুতুড়ে’পেনশনার!

১১০ বছর পার করা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন তুলছেন তাঁর পরিবারের সদস্যরা৷ The post পোর্ট ট্রাস্টে বাড়ছে ‘ভুতুড়ে’ পেনশনার! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM May 31, 2016Updated: 01:45 PM May 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা সকলেই শতবর্ষ পার করেছেন। তবু এখনও নিয়মিত পেনশন তুলে যাচ্ছেন কলকাতা পোর্ট ট্রাস্টের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মী! সম্প্রতি পেনশনারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আধার-যুক্ত করা হয়েছে৷ আর তাতেই এই ‘ভূত-পেনশনার’দের হদিশ মিলেছে৷ শুধু তাই নয়, ডেটা ম্যাপিং-এ আরও পাঁচটি ক্ষেত্রে দেখা গিয়েছে ১১০ বছর পার করা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন তুলছেন তাঁর পরিবারের সদস্যরা৷
সম্প্রতি কেন্দ্রীয় জাহাজমন্ত্রী নীতিন গড়করির নির্দেশে কলকাতা বন্দর কর্তৃপক্ষ গত বছর পেনশন-প্রদান প্রক্রিয়াকে আধার-যুক্ত করে৷ তারপরেই বেরিয়েছে ‘ভূতের মিছিল’৷ পেনশন প্রাপকদের প্রতিবছর নভেম্বর মাসে সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফত ‘লাইফ সার্টিফিকেট’ জমা করতে হয়৷ গত বছর এই সার্টিফিকেট জমা না হওয়ার কারণে চার হাজার অ্যাকাউন্টে পেনশন প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে৷
বন্দরের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, “পেনশন অ্যাকাউন্টগুলিকে আধার-যুক্ত করার পরই সব ধরনের জাল দাবি বন্ধ করা হয়েছে৷ আমাদের দায়িত্ব অবসরপ্রাপ্তদের জীবনের সাচ্ছন্দ্য, ভূতকে খাওয়ানো নয়৷’’ তাঁর আশা, আধার-যুক্ত পেনশন অ্যাকাউন্টের নিয়ম আগামিদিনে আরও অবৈধ সুবিধাভোগীদের চিহ্নিত করবে৷ সরকারি খাতায় দেখা যাচ্ছে, কলকাতা পোর্ট ট্রাস্টে ২৬,৬৯৯ জন পেনশনার রয়েছেন৷ এরমধ্যে ৪০৪ জনের বয়স ৯০ থেকে ১০০ বছর৷ পেনশনার অ্যাকাউন্টগুলি আধার-যুক্ত করার কারণে গত বছর থেকেই কলকাতা বন্দর কর্তৃপক্ষ বিশেষ শিবিরের আয়োজন করে৷ সূত্রের খবর, মুম্বই পোর্ট ট্রাস্ট ও চেন্নাই পোর্ট ট্রাস্ট আধার-যুক্ত পেনশন অ্যাকউন্ট চালু করে তার সুফল পেয়েছে৷ উল্লেখ্য, সব সামাজিক প্রকল্পে সরকারি অর্থ প্রদান আধার-যুক্ত ব্যাঙ্কের মাধ্যমে বাধ্যতামূলক করার বিষয়টি এখনও আদালতে বিচারাধীন৷ তবু কিছু বিষয়ে তা কার্যকর করায় বিপুল পরিমাণ সরকারি অর্থের সাশ্রয় করা গিয়েছে৷ তার মধ্যে অন্যতম জাহাজ মন্ত্রকের এই উদ্যোগও৷

Advertisement

The post পোর্ট ট্রাস্টে বাড়ছে ‘ভুতুড়ে’ পেনশনার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement