গোবিন্দ রায়: আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা নিয়ে অনিশ্চয়তা। সূত্রের খবর, রবিবার সায়েন্স সিটির এই সভা নিয়ে পুলিশের তরফে অনুমতি পাওয়া যায়নি। তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আরএসএস। শনিবার সন্ধ্য়ায় জরুরি ভিত্তিতে শুনানি আদালতে। আদৌ সভা হবে কিনা, তা আপাতত হাই কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই সেদিকেই তাকিয়ে সকলে।
আগামী ২১ ডিসেম্বর, রবিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সংঘ প্রধান মোহন ভাগবতের সভা করার কথা। তবে ওই সভায় পুলিশি অনুমতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই খবর। সে কারণেই নাকি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আরএসএস। যেহেতু সভার আগে আর ২৪ ঘণ্টাও বাকি নেই তাই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়েছে। সে কারণে শনিবার সন্ধ্যায় আদালতে শুনানি চলছে মামলার। কী জানায় হাই কোর্ট, সেদিকেই নজর সকলের।
বলে রাখা ভালো, চারদিনের সফরে আপাতত বাংলায় আরএসএস প্রধান মোহন ভাগবত। গত ১৮ ডিসেম্বর শিলিগুড়িতে পা রাখেন। সেখানেই জরুরি বৈঠকে অংশ নেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই স্বাভাবিকভাবে এই বৈঠকে রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠছে। তবে সূত্রের খবর, ওই বৈঠকে রাজনীতির প্রসঙ্গে নাকি একটি কথাও ওঠেনি। পরিবর্তে সুস্থ সমাজ গড়ে তোলার বার্তা দেন সংঘ প্রধান। রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে রেখে প্রতিটি মানুষকে সংঘের কাজের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দেন মোহন ভাগবত। জানা গিয়েছে, আসন্ন ভোটে নাকি বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আরএসএসের মাধ্যমে সমর্থন আরও বাড়িয়ে গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করে তোলার পরামর্শও দেন সংঘপ্রধান।
