shono
Advertisement
Satadru Dutta

তল্লাশিতে কালো টাকার তথ্য? শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ করল সিট

শুক্রবার শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
Published By: Subhajit MandalPosted: 05:08 PM Dec 20, 2025Updated: 07:05 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপাকে মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। এবার তাঁর বিরাট সম্পত্তি ফ্রিজ করে দিল রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, শতদ্রুর বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর অ্যাকাউন্টে ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।

Advertisement

শুক্রবার শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তিনতলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল মাঠ আছে। সেসময় একমাত্র পরিচারিকা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। তাঁর সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি হয়। মেসির শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ তদন্তকারীদের। সূত্রের খবর, শুক্রবার তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। কিন্তু এর মধ্যে টিকিট খরচ বাবদ পাওয়া টাকা রয়েছে, না কি স্পনসরদের থেকে প্রাপ্ত টাকা আছে, তা স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, পুলিশি জেরায় শতদ্রু (Satadru Dutta) ইতিমধ্যেই একাধিক বিস্ফোরক দাবি করেছেন। “প্রথমে দেড়শো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড দেওয়া হয়। পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটাকে তিনগুণ বাড়াতে হয়েছিল।” এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। আর কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে।” অর্থাৎ সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে কিছুটা টাকা আসে স্পনসরদের কাছ থেকে। বাকি কিছুটা এসেছে টিকিট বিক্রি করে।

ইতিমধ্যেই শতদ্রুর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো-সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকালাপ ছড়ানোর ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এমনকী শতদ্রুর বিরুদ্ধেও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আর এবার জেরায় মুখ খুলেছেন শতদ্রু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়সড় বিপাকে মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত।
  • এবার তাঁর বিরাট সম্পত্তি ফ্রিজ করে দিল রাজ্য সরকারের গঠন করা বিশেষ তদন্তকারী দল।
  • সূত্রের খবর, শতদ্রুর বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর অ্যাকাউন্টে ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।
Advertisement