shono
Advertisement

নিজেদের জালেই ফাঁসল ভারত! ফাইনালে হারের পরই পিচ নির্বাচন নিয়ে প্রশ্ন

আগে ব্যাট করতে হলে স্লো টার্নার কেন? প্রশ্ন প্রাক্তন ওপেনারের।
Posted: 01:47 PM Nov 20, 2023Updated: 02:16 PM Nov 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্য দল হিসাবে বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালে জিতেছে অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই পর্যুদস্ত টিম ইন্ডিয়া। তবু ফাইনাল হারের পর একটা খচখচানির জায়গা থেকে যাচ্ছে। সেটা হল পিচ নির্বাচন। প্রশ্ন উঠছে, রোহিতরা যখন আগেই ঠিক করে ফেলেছিলেন টসে জিতলে আগে ব্যাট করা হবে, তাহলে স্লো পিচ বাছা হল কেন? প্রশ্নটা তুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া (Akash Chopra)। নেটদুনিয়াতেও উঠছে সেই প্রশ্ন।

Advertisement

এমনিতে বিশ্বকাপের পিচ তৈরি করেন আইসিসির (ICC) কিউরেটর। কিন্তু চলতি বিশ্বকাপে বারবার অভিযোগ উঠেছে, পিচ নির্বাচন এবং তৈরির ক্ষেত্রে ভারত প্রভাব খাটাচ্ছে। সেটা যে পুরোপুরি মিথ্যা নয়, তাও বিশ্বকাপেই বারবার প্রমাণিত হয়েছে। আকাশ চোপড়া বলছেন, যদি ধরে নেওয়া যায় ভারত নিজেদের পছন্দের পিচ পাচ্ছে, তাহলে বলতে হবে ফাইনালে পিচের পছন্দটাই ডোবাল রোহিতদের।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি: কৃষি সমবায়ের ‘পাসওয়ার্ড’ বাকিবুরের হাতেই! চাঞ্চল্যকর তথ‌্য ইডির]

প্রাক্তন ওপেনার বলছেন,”আমার মনে হয় শুরুতেই ভারত একটা ভুল করে ফেলেছে। আমার মনে হয় ভারতের পিচ বেছে নেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু ভারতীয় দল কালো মাটির পিচ বেছে নিয়েছিল। যাতে স্পিনাররা প্রচুর সাহায্য পায়। কিন্ত আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের এই ধরনের পিচে খেলা উচিত হয়নি। এখানে আমরা নিজেদের জালেই ফেঁসে গিয়েছি। তোমরা যখন টস জিতে আগে ব্যাট করবেই ভেবেছিলে, তাহলে এমন পিচ কেন বাছলে না যাতে আরেকটু হাত খুলে ব্যাট করা যায়।”

[আরও পড়ুন: নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম বদলে হল জওহরলাল নেহরু! ভারত হারতেই মোদিকে খোঁচা মহুয়ার]

বস্তুত শিশির যে ফ্যাক্টর হতে পারে, সেটা আগে থেকেই জানত টিম ম্যানেজমেন্ট। রোহিতদের (Rohit Sharma) মনে সেটা ঘুরছিলও। সেজন্যই শেষপর্যন্ত দলে রাখা হয়নি অশ্বিনকে। আবার ভারত যে টস জিতলে প্রথমে ব্যাট করবে, সেটাও ঠিক করে রেখেছিলেন রোহিত। টসে হারার পর প্যাট কামিন্স (Pat Cummins) যখন ভারতকে ব্যাট করতে পাঠালেন তখনই ভারত অধিনায়ক বলে গিয়েছিলেন, তিনি টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। প্রশ্ন হচ্ছে, ভারত যখন জানত টস জিতলে আগে ব্যাট করা হবে, ভারত যখন জানত সন্ধেয় শিশির পড়লে স্লো পিচও ব্যাটারদের স্বর্গরাজ্য হয়ে যেতে পারে, তাহলে স্লো টার্নার বানানোর যুক্তিটা কী?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement