shono
Advertisement

Breaking News

সাধারণ মানুষের অসাধারণ সফরের কাহিনি ফুটে উঠল ‘লাল সিং চড্ডা’র ট্রেলারে

হলিউড তারকা টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর রিমেক আমির-করিনার এই ছবি।
Posted: 10:09 PM May 29, 2022Updated: 10:09 PM May 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। আইপিএলের (IPL 2022) ফাইনাল ম্যাচের মাঝেই প্রকাশিত হল আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চড্ডা’র ট্রেলার। সাধারণ মানুষের অসাধারণ সফরের কাহিনিই সিনেমার পর্দায় তুলে ধরেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন করিনা কাপুর (Kareena Kapoor)।

Advertisement

১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস (Tom Hanks) অভিনীত আমেরিকান ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর (Forrest Gump) অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। ২০১৯ সালের ৩১ অক্টোবর ছবির শুটিং শুরু করেন আমির। মাঝে করোনা সংকটের কারণে বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়। নিউ নর্মালে ফের ছবির শুটিং শুরু হয়। সন্তানসম্ভবা অবস্থাতেই ছবির শুটিং শেষ করেছেন করিনা। 

[আরও পড়ুন: ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে বাংলা বলতে গিয়ে কীভাবে নাজেহাল হয়েছিলেন? জানালেন কার্তিক

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ‘লাল সিং চড্ডা’র (Laal Singh Chaddha) শুটিং শেষ হয়। তারপর থেকেই দর্শকরা ছবির ট্রেলার দেখার প্রতীক্ষায় ছিলেন। আইপিএলের ফাইনাল ম্যাচের মাঝেই ট্রেলার প্রকাশ করবেন, এই আশ্বাস দিয়েছিলেন আমির খান। সেই কথা রেখেই রবিবার রাতে টেলিভিশনের পর্দায় দেখা যায় ট্রেলারটি। পরে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা হয়। 

‘ফরেস্ট গাম্প’ ছবির কাহিনিকে ভারতীয় দর্শকদের উপযোগী করে তৈরি করেছেন পরিচালক অদ্বেত চন্দন। নাম ভূমিকায় অভিনয় করার জন্য নানা সময় নিজের লুক পালটেছেন আমির। রূপার চরিত্রে তাঁকে সঙ্গত দিয়েছেন করিনা কাপুর।  লাল সিং চড্ডার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনা সিং। এছাড়াও রয়েছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও। ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘লাল সিং চড্ডা’। ছবিকে নিজের অন্যতম সেরা সিনেমা হিসেবেই ব্যাখ্যা করেছেন করিনা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন: প্রবীণদের জন্য ‘বেলাশুরু’র স্পেশ্যাল স্ক্রিনিং, একসঙ্গে বসে ছবি দেখলেন শিবপ্রসাদও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement