shono
Advertisement
Aamir Khan

একফ্রেমে সলমন, শাহরুখ, আমির! নতুন ছবির ইঙ্গিত দিলেন মিস্টার পারফেকশনিস্ট

আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে।
Published By: Akash MisraPosted: 05:06 PM Dec 09, 2024Updated: 07:54 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনে ছিল বহুদিন। শাহরুখ, সলমন, আমির নাকি একফ্রেমে আসছেন! কিন্তু বলিউডে তিন খানের এই ছবি নিয়ে বিশেষ মুখ খুলছিলেন না কেউ। তবে এবার গুঞ্জনে ইতি টেনে আমির খান (Aamir Khan) স্পষ্ট জানিয়ে দিলেন, সলমন ও শাহরুখের সঙ্গে বসে নতুন ছবি নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement

আমির-সলমন একসঙ্গে ছবি করেছেন। নাম আন্দাজ। তবে শাহরুখের সঙ্গে এখনও জুটি বাঁধা হয়নি আমিরের। অন্যদিকে, করণ-অর্জুন, কুছ কুছ হোতা হ্য়ায় এবং সদ্য পাঠান এবং টাইগার থ্রিতে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছে সলমন ও শাহরুখকে। সম্প্রতি আমির এক সাক্ষাৎকারে বলেছেন, ''ছমাস আগে সলমন ও শাহরুখের সঙ্গে দেখা করেছিলাম। তখন আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়। সত্য়ি আমাদের একসঙ্গে ছবি করা দরকার। আলোচনা হয়েছে। দেখা যাক, কত দূর এগোয়!''

বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছিল, তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সলমনকে নিয়ে একটি ছবি তৈরি করার। কিন্তু কোনও পরিচালকই সাহস করছিল না এই ছবি বানানোর। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ফেসবুক লাইভে এসে আমির জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। আমির জানিয়েছেন, আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে। এমনকী, আমির ইঙ্গিত দিয়েছেন, এই ছবি হবে একেবারেই অ্যাকশনে ভরপুর।

গত বছরের শেষে সলমনের গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে রাতভোর জমিয়ে পার্টি করেছিলেন বলিউডের তিন খানজাদা সলমন, আমির ও শাহরুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছরের শেষে সলমনের গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে রাতভোর জমিয়ে পার্টি করেছিলেন বলিউডের তিন খানজাদা সলমন, আমির ও শাহরুখ।
  • বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছিল, তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সলমনকে নিয়ে একটি ছবি তৈরি করার।
Advertisement