shono
Advertisement

Breaking News

Aamir Khan

মামা-ভাগ্নে যেখানে ব্লকবাস্টার সেখানে! ডুবন্ত কেরিয়ার নিয়েই এবার ইমরানের 'মসিহা' আমির খান

ভাগ্নে ইমরানের কামব্যাক ছবি হিট করাতে নিজে ময়দানে নামলেন মামা আমির।
Posted: 05:10 PM Apr 29, 2024Updated: 05:10 PM Apr 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই আছে- 'মামা-ভাগ্নে যেখানে, ভয় নাই সেখানে।' নিজের কেরিয়ারে খরা চললেও এবার ভাগ্নে ইমরান খানের (Imran Khan) প্রত্যাবর্তনের জন্য 'মসিহা' হলেন আমির খান (Aamir Khan)। দীর্ঘ নয় বছরের বিরতির পর মামা আমিরের প্রযোজনা সংস্থার হাত ধরেই ফের বলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ইমরান। তবে ভাগ্নের সিনেমা শুধু প্রযোজনাই করছেন না তিনি, সূত্রের খবর অনুযায়ী 'হ্যাপি প্যাটেল' (Happy Patel) ছবিতে 'মিস্টার পারফেকশনিস্ট'-এর দারুণ ক্যামিও থাকছে।

Advertisement

ইমরান খানের কামব্যাক ছবি হিট করাতে এবার নিজেই ময়দানে নামলেন মামা আমির খান। শোনা যাচ্ছে, ডনের ভূমিকায় অভিনয় করবেন বলিউড সুপারস্টার। আর এই কাস্টিং যদি শেষমেশ চূড়ান্ত হয়, তাহলে এটাই আমির-ইমরানের প্রথম ছবি হতে চলেছে একসঙ্গে। 'হ্যাপি প্যাটেল' আদ্যোপান্ত স্পাই কমেডি। আমেরিকান সিরিজ অস্টিন পাওয়ার-এর অনুকরণে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ইমরান খানকে এই সিনেমায় এক গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। পরিচালনায় কমেডিয়ান বীর দাস। তিনি অবশ্য এই সিনেমার যৌথ প্রযোজনা, চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয়ও করবেন। অ্যাকশন, ড্রামা সব উপকরণই থাকছে। শেষবার 'দেল্লি বেলি' ছবিতে ইমরান এবং বীর একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। তবে কোন অভিনেত্রী থাকছেন? সেটা অবশ্য এখনও জানানো হয়নি।

[আরও পড়ুন: ‘ছেঁড়া জিন্স-গেঞ্জি চলবে না, ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য বাঁচান’, ফতোয়া জারি কঙ্গনার!]

‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে রাতারাতি খ্যাতি পেয়ে যান ইমরান। কিন্তু একটা সময়ের পর তাঁর কেরিয়ারের গ্রাফ নিম্নগামী হতে থাকে। ২০১৫ সালে ইমরান ও কঙ্গনা রানাউত অভিনীত ‘কাট্টি বাট্টি’ মুক্তি পায়। সে ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। এর পর আচমকাই অভিনয় ছাড়ার কথা ঘোষণা করেন ইমরান। জানিয়েছিলেন, তিনি আর গ্ল্যামার দুনিয়ার প্রতি কোনও আকর্ষণ বোধ করছিলেন না। নিজের মেয়ে ইমারাকে সমস্ত সময় দিতে চাইছিলেন। সেই জন্যই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিলেন। সদ্য তিরিশ পেরিয়ে বিরতি নিতেই সর্বনাশ ঘটল!

পালি হিলে বিলাসবহুল বাংলো ছিল ইমরানের। দামি একটি ফেরারি গাড়িও ছিল। সবই বিক্রি করতে হয়েছিল। বর্তমানে বান্দ্রার এক ফ্ল্যাটে থাকেন অভিনেতা। এমনকী ইরার বিয়েতেও নাকি ১০ বছরের পুরনো স্যুট পরেছিলেন তিনি। ২০১১ সালে অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এখন অভিনেত্রী লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইমরান। এবার দীর্ঘ নয় বছর পর আবারও অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘আমায় একটু সময় দিন’, মুম্বই পুলিশের কাছে কাতর আর্জি তামান্না ভাটিয়ার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৯ বছর পর মামা আমিরের প্রযোজনা সংস্থার হাত ধরেই ফের বলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ইমরান।
  • ইমরান খানের কামব্যাক ছবি হিট করাতে এবার নিজেই ময়দানে নামলেন মামা আমির খান।
  • শোনা যাচ্ছে, ডনের ভূমিকায় অভিনয় করবেন বলিউড সুপারস্টার আমির।
Advertisement