shono
Advertisement

৩০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে ‘দঙ্গল’

এই ভিডিওতে কিন্তু মোটেই আমিরকে মোটেই 'হানিকারক' লাগল না৷ The post ৩০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে ‘দঙ্গল’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Dec 28, 2016Updated: 03:13 PM Dec 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক পর বড়পর্দায় দেখা গেল মিস্টার পারফেকশনিস্টকে৷ প্রতিবারের মতো এবারও সিনেপ্রেমীদের মন কাড়তে সফল তিনি৷ আর সেই সৌজন্যেই শীঘ্রই ৩০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে তাঁর সুপারহিট ছবি ‘দঙ্গল’৷

Advertisement

মুক্তির দিনই ‘দঙ্গল’ বক্স অফিসে এনেছিল প্রায় ৩০ কোটি টাকা৷ তারপর যত দিন গড়িয়েছে, আয়ও তত বেড়েছে৷ বড়দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি৷ রবিবার হিন্দি ছবির বক্স অফিস এর আগে এই অঙ্কের ব্যবসার সাক্ষী হয়নি কখনও৷ আর সেই কারণেই সলমন খানের ‘সুলতান’কে ফের একবার মাত দিল ‘দঙ্গল’৷ মুক্তির সপ্তাহে ১৩৪ কোটিরও বেশি ব্যবসা করল কুস্তিগির গীতা ও ববিতা ফোগাটের জীবনী নিয়ে তৈরি নীতেশ তিওয়ারির এই ছবি৷ যেখানে মুক্তির সপ্তাহে দাবাং খানের সুলতান-এর বক্স অফিস কালেকশন ছিল ১০৫ কোটি ৩৪ লক্ষ৷

শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও দারুণ সাফল্য পেয়েছে আমির খানের ছবি৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭০ কোটি টাকার ব্যবসা করেছে এটি৷ ফলে ৭ দিন না পেরোতেই বিশ্বের বাজারে হাসতে হাসতে ২০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে দঙ্গল৷ স্বাভাবিকভাবেই সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, গীতা ফোগাটের মতো আন্তর্জাতিক মঞ্চ থেকে এই ছবিও খুব তাড়াতাড়ি সোনা আনবে, থুড়ি ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে৷ শাহরুখের ‘দিলওয়ালে’কে পিছনে ফেলে চলতি বছর ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল সলমনের ‘সুলতান’ এবং সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷’ তিন নম্বর ছবি হিসেবে এবার এই মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় ‘দঙ্গল’৷ আমির খান অভিনীত ধুম থ্রি, থ্রি ইডিয়টস এবং পিকেও বিশ্ব জুড়ে ৩০০ কোটির বেশি ব্যবসা করেছিল৷

এদিকে, ছবির প্রশংসার পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের জন্য বাহবা পাচ্ছেন অভিনেতা আমিরও৷ কুস্তিগির মহাবীর সিংকে ‘পারফেক্ট’ভাবে দর্শকদের সামনে হাজির করতে তিনি যেভাবে কসরত করেছেন, তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তেমনই এক ভিডিওতে দেখা মিলল বাবা আমিরের৷ ছেলে আজাদের সঙ্গে কুস্তি লড়লেন তিনি৷ ফল? পাঁচ বছরের সন্তান স্নেহর কাছে হেরে গেলেন বাবা৷ এই ভিডিওতে কিন্তু মোটেই আমিরকে মোটেই ‘হানিকারক’ লাগল না৷

The post ৩০০ কোটির ক্লাবে নাম লেখাতে চলেছে ‘দঙ্গল’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement