সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে দলের জন্য ‘আপদ’ বলে কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৪ ঘণ্টা কাটার আগেই রবিবার তাঁকে তীব্র কটাক্ষ ফিরিয়ে দিলেন কেজরিওয়াল। বস্তিবাসীদের বাড়ি তৈরি নিয়ে অমিত শাহ মিথ্যাচারিতা করছেন বলে অভিযোগ করলেন কেজরিওয়াল।

দিল্লির বস্তিবাসীদের পাশে দাঁড়িয়ে শাহকে একহাত নিয়ে কেজরিওয়াল বলেন, “অমিত শাহজি যেভাবে দিল্লির বস্তিবাসীদের কাছে মিথ্যা বলেছেন এবং তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এখন আমরা সেই মিথ্যাকে ফাঁস করতে এই বস্তি শিবিরে এসেছি। তিনি বলেছিলেন ‘জাহা ঝুগ্গি ওয়াহা মাকান’, কিন্তু বিজেপির লোকজন কার ‘মাকান’ তা বলছে না। ২০১৪ সালে বিজেপি সরকার এসেছিল। এই ১১ বছরে তারা দিল্লিতে ৪,৭০০টি বাড়ি তৈরি করেছে। দিল্লিতে ৪ লাখ ঝুগ্গি রয়েছে। যদি গত ১০ বছরে ৪,৭০০টি বাড়ি তৈরি করা হয়, তবে দিল্লির প্রতিটি বস্তিবাসীকে বাড়ি দিতে ১০০০ বছর সময় লাগবে।”
প্রসঙ্গত, শনিবার দিল্লির বস্তির একটি জনসভা থেকে কেজরিওয়াল এবং তাঁর দল আপকে তীব্র নিশানা করে শাহ বলেন, “বস্তির বাসিন্দাদের সঙ্গে আপ দ্বিচারিতা করেছে। বাসিন্দারা অতীতে আপকে সমর্থন করেছিল। তারপরেও ঝুপড়ির বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলি ভেঙে দেওয়ার কথা বলছে আপ। শুধু তাই নয়, আপ প্রচার করে বেড়াচ্ছে বিজেপি জিতলে সমস্ত কল্যাণমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে।” এরপরেই শাহ আশ্বাস দিয়েছেন, ঝুপড়ি যেখানে ছিল সেখানেই থাকবে। শুধু তাই নয়, বস্তিবাসীদের পাকা ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন শাহ। এছাড়াও তাঁর আশ্বাস, দরিদ্রদের জন্য কোনও কল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। তাঁর কটাক্ষ, আসলে কেজরিওয়ালের একগুঁয়ে মনোভাবের কারণে দিল্লিবাসীদের কাছে অনেক পরিষেবা পৌঁছয়নি।
এর পালটা কেজরিওয়াল বলেছেন, “আমরা দেখেছি কিভাবে তাদের (বিজেপি) নেতারা বস্তিতে ঘুমাচ্ছে। তারা ৫-১০ বছর ধরে ঘুমায়নি। গত এক মাস ধরে তাদের নেতারা বস্তিতে ঘুমাচ্ছেন। তারা বস্তিবাসীকে ভালোবাসে না। বিজেপি ধনীদের দল। বস্তিবাসীকে তারা পোকা মনে করে। তারা নির্বাচনের আগে বস্তিবাসীর ভোট চায় এবং নির্বাচনের পর বস্তিবাসীর জমি চায়।”