সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তিসরি বার মোদি সরকার, আব কি বার ৪০০ পার।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এটাই হতে চলেছে বিজেপির স্লোগান. মঙ্গলবার এক বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের।
মঙ্গলবারের বৈঠকে ছিলেন বিজেপি (BJP) সভাপতি জে পি নাড্ডা। দুঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রমুখ। দলের এক বর্ষীয়ান নেতা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে ঠিক হয়েছে ‘আব কি বার চারশো পার’ স্লোগান নিয়েই এগতে চাইছে বিজেপি।
[আরও পড়ুন: স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগকে ‘অবৈধ’ বলছেন শুভেন্দু, ‘ওর গা জ্বলছে’, পালটা কুণালের]
প্রসঙ্গত, গত ডিসেম্বরেই জানা গিয়েছিল, বিজেপির পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়ে লোকসভায় সাড়ে তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু নতুন বছরে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিচ্ছে পদ্ম শিবির। কদিন আগেই মোদি কার্যকর্তাদের নির্দেশ দেন, যে ১৬০টি আসনে সাংগাঠনিক দুর্বলতা রয়েছে তা ইতিমধ্যেই চিহ্নিত। সেই আসন বিরোধীদের হাত থাকে ছিনিয়ে আনতে এখন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে, এমনটাই স্থির হয়েছে।
এদিকে নয়া লক্ষ্যমাত্রা তৈরি করা ছা়ড়াও মঙ্গলবাসরীয় বৈঠকে নাকি ঠিক হয়েছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নাড্ডারা বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে বৈঠক শুরু করবেন। এই ধরনের সিদ্ধান্তের কথা মাথায় রাখলে বলাই যায়, যতই আপাত ভাবে এবারের নির্বাচনে তারা ‘ফেভারিট’ হোক, লড়াই একফোঁটাও কম করতে রাজি নয় পদ্ম শিবির।