shono
Advertisement

Breaking News

ফের রুপোলি পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ‘অভিযান’ছবির ট্রেলার

"সোজা শিরদাঁড়ায় ঘুরে দাঁড়ানো এক প্রতিভার গল্প!", ক্যাপশনে লিখলেন পরমব্রত। দেখুন ভিডিও।
Posted: 09:48 PM Mar 25, 2021Updated: 09:48 PM Mar 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজও তাঁর নামের পাশে প্রয়াত শব্দ বেমানান। কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) বলতেই অভ্যস্ত বাঙালি। শুধুমাত্র অভিনয়ের মধ্যেই তাঁর শিল্প সীমাবদ্ধ নেই। আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের (Satyajit) নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতের ক্ষুরধার কলমচি। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতি সচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আগেই প্রকাশ্যে এসেছিল পরমব্রত পরিচালিত ‘অভিযান’ (Abhijaan Trailer) ছবির টিজার। এবার প্রকাশ্যে এল ট্রেলার। আবেগঘন হয়ে টুইটারে পরমব্রত লিখলেন, “মাথা নুইয়ে হার মেনে নেওয়া নয়, সোজা শিরদাঁড়ায় ঘুরে দাঁড়ানো এক প্রতিভার গল্প!”

Advertisement

[আরও পড়ুন: অমিতাভের ‘চেহরে’র টুকলি? ‘অনুসন্ধান’-এর ট্রেলার নিয়ে ট্রোলের জবাব দিলেন কমলেশ্বর]

গত বছরের ৬ অক্টোবর করোনায় (Corona Virus) আক্রান্ত হয়ে বেলভিউতে ভরতি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই ফের তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। ১৫ নভেম্বর বেলভিউ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতীম শিল্পী। কিন্তু সময়ের ‘শাখা প্রশাখা’য় এখনও অষ্টেপৃষ্ঠে জড়িয়ে তাঁর রুপোলি স্মৃতি। সেই স্মৃতিকেই উসকে দিয়েছেন পরিচালক পরমব্রত। নিজেও অভিনয় করেছেন ছবিতে। তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। মহানায়ক উত্তমকুমারের চরিত্রে তুখড় অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। আর নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে। করোনা কালেই ছবির শুটিং শেষ করেছিলেন।
শিল্পী না থাকলেও তাঁর সৃষ্টি থেকে যায়। সেই সৃষ্টির স্রোতে ভেসেই তাঁকে মনের মণিকোঠায় সাজিয়ে রাখেন অনুরাগীরা। তেমনই এক সম্পদ পরমব্রত পরিচালিত এই ছবি। ‘অভিযান’-এর সূত্র ধরেই রুপোলি পর্দায় যেন আবার বেঁচে উঠেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজও তিনি ‘অপরাজিত’।

[আরও পড়ুন: ‘আমি সাতে পাঁচে ব্যাপারটা বুঝি না’, EXCLUSIVE সাক্ষাৎকারে রুদ্রনীলকে খোঁচা কাঞ্চনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement