সোমনাথ রায়, নয়াদিল্লি: আগেই ঘোষণা করেছিলেন প্রতিবাদ থামবে না। দিল্লি পুলিশের ব্যাপক ‘হেনস্তা’র পরও নিজের অবস্থানে অনড় রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে দিলেন বাংলার মানুষের অধিকার রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। মঙ্গলবার দিল্লিতে বঞ্চিতদের হেনস্তার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার এক লক্ষ মানুষ নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল।
এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছে তৃণমূলের প্রতিনিধিদের। সেই সঙ্গে হেনস্তার শিকার হয়েছেন রাজ্যের বঞ্চিতরাও। তার প্রতিবাদে অভিষেক আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ অক্টোবর রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য,”রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হয়ে রাজ্যের উপর হুকুম জারি করে। কেন্দ্রকে চিঠি লেখা তাঁর কর্তব্য। রাজ্যের মানুষের বেদনার কথা কেন্দ্রকে জানানো তাঁর কর্তব্য। আমরা ৫০ লক্ষ চিঠি যেগুলো দিল্লিতে নিয়ে এসেছিলাম, সেগুলোই রাজভবনে নিয়ে যাব। ৫ সেপ্টেম্বরে ১ লক্ষ লোক নিয়ে রাজভবনে চলুন। তৃণমূল রাস্তাতেই থাকবে। আন্দোলন থামবে না।”
[আরও পড়ুন: ‘জাতিগত জনগণনার ফলাফল প্রকাশ হোক’, কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি কংগ্রেস নেতার]
অভিষেকের অভিযোগ, এদিন প্রতিশ্রুতি দিয়েও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অভিযোগ, “আমাদের বসিয়ে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন মন্ত্রী। শান্তিপূর্ণভাবে আমরা ধরনায় বসে ছিলাম। হঠাৎ আমাদের উপর বলপ্রয়োগ করল। মহিলাদের, ভুক্তভোগী পরিবার, বয়স্ক সদস্য কাউকে ছাড়া হয়নি। ইচ্ছাকৃতভাবে ৩ ঘণ্টা আটকে রাখা হয়। দোলা সেন, মহুয়া মৈত্রদের চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে। আজ প্রাপ্য টাকার দাবিতে যারা দিল্লিতে এসেছিল, তাঁদের যেভাবে হেনস্তা হতে হল, এর জবাব বাংলার মানুষ দেবে।”
[আরও পড়ুন: হাসপাতালে ৩১ রোগীমৃত্যুর জের, ডিনকে দিয়েই শৌচালয় সাফ করালেন BJP সাংসদ!]
অভিষেকের ঘোষণা, দিল্লির সরকারকে বাংলার মানুষের দাবি মানতে হবে। না মানলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। দরকার পড়লে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ১ লক্ষ মানুষ দিল্লিতে আন্দোলন করতে যাবে। কিন্তু তৃণমূলকে এভাবে ধমকে চমকে থামিয়ে রাখা যাবে না।