shono
Advertisement

‘যাঁরা বলত বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই এখন উদ্বোধনে আসছেন’, শাহকে কটাক্ষ অভিষেকের

পুজোয় সম্প্রীতি রক্ষার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
Posted: 07:01 PM Oct 14, 2023Updated: 08:10 PM Oct 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপলক্ষ ছিল তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ। সেই অনুষ্ঠানে গিয়েই নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কটাক্ষ, একসময় যাঁরা বাংলায় দুর্গাপুজো হয় না বলে প্রশ্ন তুলত, তাঁরাই আজ বাংলায় পুজো উদ্বোধন করতে আসছেন।

Advertisement

শনিবার ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চ থেকে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। সেটা বাংলা প্রমাণ করে দিয়েছে। যারা একসময় বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে আক্রমণ করে বলত বাংলায় দুর্গাপুজো হয় না। তাঁরাই এখন বাংলায় পুজো উদ্বোধন করতে আসছেন।” যা পরোক্ষে শাহকে বার্তা বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ইজরায়েলের হয়ে হামাস নিধনে মণিপুরের যোদ্ধারা!]

অমিত শাহ ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক জনসভা থেকে দাবি করেছেন, এ রাজ্যে দুর্গাপুজো করতে চাইলেও তাতে বাধা দেওয়া হয়। হিন্দুদের স্বাধীনভাবে দুর্গাপুজো করার অধিকার পর্যন্ত নয়। অথচ ঘটনাচক্রে তিনিই এ বছরের শহরের একটি বড় দুর্গাপুজার উদ্বোধনে আসছেন। আগামী ১৬ অক্টোবর সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধন করার কথা শাহের। অভিষেক এদিন সেই সফর নিয়েই নাম না করে শাহকে কটাক্ষ করলেন।

[আরও পড়ুন: ‘মিনি স্কার্টে উত্তেজক ভঙ্গির নাচ অশ্লীল নয়’, বলছে বম্বে হাই কোর্ট]

সেই সঙ্গে জাগো বাংলার ওই মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি রাজ্যবাসীর উদ্দেশে বলেন,”দুর্গাপুজোর কটা দিন জাতি-ধর্ম নির্বিশেষে উৎসব উপভোগ করুন। বাংলার সংস্কৃতি, ধারা বজায় রাখুন। উপভোগ করুন। কিন্তু অন্যের নিরানন্দের কারণ যেন আমরা না হই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement