shono
Advertisement

বিশৃঙ্খলা এড়াতে ‘ভোট’প্রক্রিয়ায় বদল অভিষেকের! উত্তরবঙ্গ ভাগের উসকানি নিয়ে বিঁধলেন বিজেপিকে

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন অভিষেক।
Posted: 09:35 PM Apr 26, 2023Updated: 09:35 PM Apr 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলে (TMC) নবজোয়ার কর্মসূচির প্রথম দিন একাধিক জায়গায় বিশৃঙ্খলা চোখে পড়েছিল। অভিষেকের অনুপস্থিতিতে একাধিক জায়গায় ব্যালট লুট, ব্যালট বাক্স ভাঙচুরের মতো কাণ্ড ঘটেছে। সেই বিশৃঙ্খলা এড়াতে দ্বিতীয় দিনই প্রার্থী বাছাইয়ের নিয়মে বদল আনল তৃণমূল কংগ্রেস।

Advertisement

দ্বিতীয় দিন বুথ অধিবেশনে অভিষেকের বক্তব্যের আগেই ভোট গ্রহণ প্রক্রিয়া আগেই শুরু করে দেওয়া হল। অর্থাৎ আগে ভোট মিটল তারপর ভাষণ দিলেন অভিষেক (Abhishek Banerjee)। শুধু তাই নয়, বুথ অধিবেশনগুলিতে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রিত করা হল। আমন্ত্রণ ছাড়া আমজনতাকে অধিবেশনে ঢোকার অনুমতি দেওয়া হল না। তবে সাধারণ ভোটাররা চাইলে নিজেদের পছন্দের প্রার্থীর নাম বিশেষ নম্বরে ফোন করে জানাতে পারবেন। তার সঙ্গে ভোটে গোলমাল আটকাতে নেতাদের পিছনে ঘোরা ছেড়ে পোলিং বুথে ভোট প্রক্রিয়ার দিকে নজর রাখতে স্থানীয় নেতৃত্বকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে বিশৃঙ্খলা এড়াতে একাধিক পদক্ষেপ করা হল।

[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]

কোচবিহারে একের পর এক সভা থেকে বুধবার দিল্লির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করলেন, বাংলার ১০০ দিনের কাজ, আবাসের টাকা বন্ধ। তাতে রাজ্যের সাধারণ মানুষের ক্ষোভ আঁচ করেই পৃথক উত্তরবঙ্গের নামে উসকানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। সীমান্ত জেলার গ্রামে ঘুরতে ঘুরতে মানুষের দুয়ারে পৌঁছে নানা কথা শোনার ফাঁকেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমানিককেও নিশানা করেন অভিষেক।

[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]

ঘুঘুমারি হোমিওপ‌্যাথি কলেজ মাঠে জনতার কাছে তাঁর প্রশ্ন, “মানুষ বিজেপিকে ভোট দিয়ে মন্ত্রী করল। আর সেই মন্ত্রীর বিএসএফ মানুষকে গুলি করে মারছে। এটা কোচবিহারের মানুষের পাওনা?” তাঁর কথায়, “বিজেপি ভুল বুঝিয়ে উত্তরবঙ্গ পৃথক রাজ্য হবে বলে ধর্মীয় ভাবাবেগ উসকে মানুষকে বিভ্রান্ত করেছে। সেটা আমরা রুখেছি।” জনসমুদ্রে দাঁড়িয়ে বিজেপিকে খোলাখুলি চ‌্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন,‘‘নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা একবার যদি এসে বলেন আলাদা উত্তরবঙ্গ রাজ‌্য হবে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’’ এদিন কর্মসূচি শুরুর আগে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানান অভিষেক। দেখা করেন পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গেও। দিন কর্মসূচি শুরুর আগে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানান অভিষেক। দেখা করেন পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement