সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চ্যালেঞ্জ গ্রহণ করল বিজেপি। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার আর্থিক বরাদ্দ সংক্রান্ত তথ্য জানাতে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। কোথায়, কখন দেখা করা যাবে, তা জানতে চাইল গেরুয়া শিবির। জলপাইগুড়ির ময়নাগুড়ির সভাস্থলে শ্বেতপত্র নিয়ে দেখা করার কথা জানালেন অভিষেক।
বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডলে দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকী ‘ওয়ান টু ওয়ান’ বসে হিসাব দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তৃণমূল নেতা।
[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]
কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। X হ্যান্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে গেরুয়া শিবির। তাতে লেখা হয়, “আপনি আপনার সুবিধামতো স্থান ও সময় জানান। আমরা আমাদের যুব মোর্চার কোনও এক কর্মীকে পাঠিয়ে দেব বিতর্কের জন্য। আপাতত বিজ্ঞাপন পড়ে নিন।” ওই বিজ্ঞাপনে কোন প্রকল্পে কত বরাদ্দ করা হয়েছে, তা উল্লেখ করা হয়। আবার তেমনই রাজ্য সরকারের ‘অসহযোগিতা’য় কোন কোন প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত তার উল্লেখও রয়েছে। ওই বিজ্ঞাপন-সহ বিজেপির পোস্টটি রিপোস্ট করেন অভিষেক। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র সঙ্গে নিয়ে আসার কথা বলেন অভিষেক। X হ্যান্ডলে তিনি আরও লেখেন, ‘দেখা হবে।’
বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে নির্বাচনী জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে কোন বিজেপি নেতা দেখা করতে আসবেন এবং কী নথিপত্র দেখান তিনি, সেদিকেই এখন নজর সকলের।