shono
Advertisement

Breaking News

দণ্ডি কাটা আদিবাসী মহিলাদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, নিজে হাতে খাওয়ালেন চা

দণ্ডি কাণ্ডে অভিযু্ক্ত প্রদীপ্তাকে আরও কড়া শাস্তির ইঙ্গিত অভিষেকের।
Posted: 08:06 PM May 02, 2023Updated: 09:05 PM May 02, 2023

রাজা দাস, বালুরঘাট: দণ্ডি কাণ্ড নিয়ে দিন কয়েক আগেই উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। শাস্তির মুখে পড়তে হয়েছিল তপনের তৃণমূল নেত্রীকে। যাদের দণ্ডি কাটতে হয়েছিল মঙ্গলবার চা চক্রে বসে সেই মহিলাদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে খাওয়ালেন চা।

Advertisement

অপরাধ ছিল তৃণমূল ছেড়ে বিজেপি, তারপর আবার তৃণমূলে ফেরা। শাস্তিস্বরূপ ৩ মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। বালুরঘাট সফরে গিয়ে সেই দণ্ডি কাটা মহিলাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধেয় তপনের চক সাথীহারা গ্রামে যান তিনি। সেখানে গ্রাম লাগোয়া বাজারে চা-চক্রের আয়োজন করা হয়েছিল। সেই চা চক্রে গিয়েছিলেন গিয়ে দণ্ডি কাটা ৩ আদিবাসী মহিলা। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অভিষেক। শোনেন ঠিক কী ঘটেছিল তাঁদের সঙ্গে।

[আরও পড়ুন: বিশ্বভারতী-অমর্ত্য সেন জমিজটে কড়া সিদ্ধান্ত! নোবেলজয়ীর বাড়ির সামনে বিধায়কদের অবস্থানের নির্দেশ মমতার]

এরপরই নিজের হাতে ওই আদিবাসী মহিলার চা খাওয়ান অভিষেক। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। কর্মসূচি শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে কঠোরতম শাস্তির ইঙ্গিত দেন অভিষেক। বলেন, “যা ঘটেছে তা কখনই দল সমর্থন করে না। দল শাস্তি নেবে।”

[আরও পড়ুন: বিজেপি নেতা ‘খুনে’ রাজ্যকে তুলোধোনা শুভেন্দুর, বুধবার ময়নায় ১২ ঘণ্টা বন্‌ধের ডাক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার