সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আর্জি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন অভিষেক।
বুধবার শীর্ষ আদালতে নিজের আর্জিতে অভিষেক জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে এজলাসের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এনিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে পদক্ষেপের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, চাইছেন অভিষেক। একইসঙ্গে তাঁর দাবি, বারবার এজলাসের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করছেন বিচারপতি অভিজিৎ। এবিষয় থেকে বিরত থাকতে তাঁকে সুপ্রিম নির্দেশ দেওয়া হোক।
[আরও পড়ুন: ফের হামলার আশঙ্কা ইডির? এবার শক্তি বাড়িয়ে অভিযান]
শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায় নয়, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি নিয়েও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হোক। যেখানে অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে আনা মামলার শুনানি করা হবে।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পক্ষপাতদুষ্ট বলে হাই কোর্টেও জানিয়েছিলেন অভিষেক। এবার সরাসরি সুপ্রিম কোর্টে গেলেন তিনি। দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। মামলা নিয়ে প্রশ্ন করলে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “আমার এনিয়ে আজকে কিছু বলার নেই। যদি কিছু বলার থাকে কাল বলব।”