shono
Advertisement

Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান, হাই কোর্টে হলফনামা অভিষেকের

বিকেলে মামলাটির শুনানি।
Posted: 02:32 PM Jul 24, 2023Updated: 04:39 PM Jul 24, 2023

গোবিন্দ রায়: আগামী ২৬ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান। সেখানে আগস্টের প্রথম সপ্তাহের তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। সেইমতো আগাম দিনক্ষণ ঠিক করা হয়েছে। আদালতের অনুমতি চেয়ে হলফনামা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাই কোর্টে বিকেলে এই মামলার শুনানি। তাতেই ঠিক হতে পারে, অভিষেকের বিদেশযাত্রার অনুমতি মিলবে কি না।

Advertisement

২৬ জুলাই থেকে ২০ আগস্ট। এই সময়ে আমেরিকায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ৮ আগস্ট আমেরিকার (USA) হাসপাতালে তাঁর অ্যাপয়েনমেন্ট। চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। ওই চব্বিশ দিন তিনি দেশের বাইরে থাকবেন, তা গত ১৫ জুলাই ইডিকে (ED) জানিয়েছিলেন। কিন্তু ইডি তাতে কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ। সেই কারণে সোমবার তিনি ইডির মামলার পরিপ্রেক্ষিতে বিদেশ যাত্রার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন বলে খবর।

[আরও পড়ুন: ‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের]

২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান  তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। সিঙ্গাপুর, আমেরিকায় চিকিৎসার পর আপাতত তাঁর চোখ কিছুটা ভাল। কিন্তু পুরোপুরি সুস্থ নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ও তিনি প্রায় ২৫ দিন ছিলেন আমেরিকায়। এবছর সেই চিকিৎসকের কাছেই আবার যাবেন চোখ দেখাতে। নির্দিষ্ট দিন ঠিক হয়েছে ৮ আগস্ট। আদালতে সেই দিনটির কথা উল্লেখ করে চিকিৎসকের ইমেলের নথিও পেশ করেন অভিষেক।  এখন আদালতের অনুমোদনের অপেক্ষা। 

[আরও পড়ুন: ‘তুমি আর বাড়ি এসো না’, বৃদ্ধা মাকে বাসে তুলে বলল ছেলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement