সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা বললেন মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে। খোঁজ নিলেন তাঁর শারীরিক পরিস্থিতির।
গত রবিবার বিকেলে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএমে (SSKM) ভরতি হয়েছিলেন অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য। ওই দিনই রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা যায়, হাইপার টেনশনের ফলেই শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। তাঁর জন্য তৈরি হয় মেডিক্যাল বোর্ড। এখনও তাঁরাই মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন।
[আরও পড়ুন: উত্তরাখণ্ড থেকে কফিনবন্দি ৫ বাঙালির দেহ ফিরল শহরে, চোখের জলে শেষ বিদায়]
বৃহস্পতিবার বিকেলে হঠাৎই সুব্রত মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রতবাবুর সঙ্গে কথা বলে খোঁজ নেন তাঁর শারীরিক পরিস্থিতির। কথা বলেন, মন্ত্রীর চিকিৎসকদের সঙ্গে। বেশ কিছুক্ষণ হাসপাতালে ছিলেন অভিষেক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভাল আছেন পঞ্চায়েত মন্ত্রী।
উল্লেখ্য, বছর ৭৫-এর সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে বহুদিন ধরে। ফলে রুটিন চেকআপ করানো হয় তাঁর। সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে তিনি ভরতি হন এসএসকেএম হাসপাতালে। ওইদিন রাতের দিকেই শারীরিক অবস্থার অবনতি হয়। এখনও হাসপাতালে ভরতি রয়েছেন তিনি।