সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে বর্ধমান বিস্ফোরণের কথা ভাবলে আজও বঙ্গবাসীর বুক কেঁপে ওঠে! দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের এক দোতলা বাড়িতে ভয়ংকর বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই মহিলা দ্বার আটকে গোটা বিল্ডিং উড়িয়ে দিয়ে তথ্য-প্রমাণ লোপাটের হুমকি দেয়! যদিও নারকীয় সেই ঘটনার পর গ্রেপ্তার হয়েছিল দুজনেই। কিন্তু কেন অক লোকালয়ে এমন ঘটনা ঘটে? তারহ নেপথ্যের রহস্যই বা কী ছিল? সেই কৌতূহলকে উসকে দিয়েই প্রকাশ্যে এল শিবু-নন্দিতার আগামী ছবি ‘রক্তবীজ’ -এর মোশন পোস্টার।
যে ছবিতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো তারকারা। সেই সিনেমার টিজার পোস্টারে ছবির ঝাঁজ বুঝিয়ে দিলেন শিবু-নন্দিতা। বিশেষ করে পোস্টার ঝলকের নেপথ্য সংগীতে। এই পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থার ফেসবুকের ক্যাপশন- “ভোরের আকাশ গাঢ় লাল সময়ের রং কালো, রাজার মুকুট মাটিতে লুটায়, আঁধারে প্রদীপ জ্বালো, আসছে রক্তবীজ। পুজোয় এবার পুজোর ছবি।”
যেহেতু এই ছবি দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি, সেই প্রেক্ষিতেই ‘রক্তবীজ’ পুজোর সময়ে মুক্তি পাচ্ছে। শিবু-নন্দিতার ছবি মানেই বাস্তব এক দলিল। এবারও তার অন্যথা হল না। অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, গুলশানারা খাতুন এবং দেবাশিস মণ্ডলের মতো একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে।
[আরও পড়ুন: মৃত্যুর ২ বছর পরই ভাঙা হচ্ছে দিলীপ কুমারের বাংলো! তৈরি হবে ৯০০ কোটির বিশাল প্রকল্প]
নতুন ছবি ‘রক্তবীজ’ নিয়ে বলতে গিয়ে এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় বলেন, “সেই সময় এই ঘটনা নিয়ে চারিদিকে অনেক রকম থিওরি বা ন্যারেটিভ তৈরি হয়েছিল। এখানে কারা বোমা বানাত, কেনই বা বানাত তারা। এদের লক্ষ্যটা ঠিক কী ছিল। আমি আর নন্দিতাদি প্রথম থেকেই এই নিয়ে খবরের কাগজে বের হওয়া নানা তথ্য নজরে রাখছিলাম। সেটাই আমাদের দুজনকে ভাবিয়েছিল। তখন থেকে মনে হয়েছিল এটা নিয়ে ছবি তৈরি করা যেতে পারে।”