shono
Advertisement

বাংলায় কটি আসন পাবে বিজেপি? 'আব কি বার' হবে কি ৪০০ পার? কী বলছে সমীক্ষা

Published By: Biswadip DeyPosted: 09:28 PM Mar 15, 2024Updated: 11:23 PM Mar 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল, শনিবার ঘোষিত হবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। তার ঠিক আগের দিনই সমীক্ষায় ধরা পড়ল ভোটের সম্ভাব্য ফলাফলের ছবি। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এনডিএ-ই। কিন্তু মোদির '৪০০ পার'-এর দাবি পূরণ হবে না বলেই দাবি। সমীক্ষায় বলা হয়েছে, ৩৬৬ আসনে জিতবে এনডিএ। রাজ্যগুলির ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ। কিন্তু বাংলায় তাদের ফলাফলের বিশেষ উন্নতি হবে না। ১৯টি আসন পেতে পারে বিজেপি।

Advertisement

কী বলছে সমীক্ষা? দাবি, এনডিএ ৪৫.৯ শতাংশ ভোট পেয়ে জিতবে ৩৬৬ আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোট ৩৯ শতাংশ ভোটে ১৫৬টি আসনে জয়লাভ করবে। পোল অনুযায়ী, গেরুয়া শিবির ও ইন্ডিয়া জোট দুইয়েরই ভোটপ্রাপ্তির শতাংশ বাড়বে। ২০১৯ সালের প্রাপ্ত ভোট থেকে ৩.০৮ শতাংশ বেশি ভোট পাবে এনডিএ। একই ভাবে ইন্ডিয়া জোট পাবে ২.৫ শতাংশ বেশি ভোট। কংগ্রেস গতবারের ৫২ আসনকে টপকে এবারে জয় পাবে ৫৯টি আসনে। তেমনই দাবি করা হয়েছে সমীক্ষায়।

[আরও পড়ুন: বার বার তলব সত্ত্বেও যাননি, অবশেষে ইডির হাতে গ্রেপ্তার কেসিআর কন্যা]

রাজ্যগুলির হিসেবে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৭৪টিতেই শেষ হাসি হাসবে এনডিএ। বাংলায় বিজেপি পাবে ১৯টি আসন। তৃণমূল জিতবে ২৩টি আসনে। বামেরা ফিরবে শূন্য হাতেই। 

বাকি রাজ্যের কথা কী বলছে সমীক্ষা? দাবি, তামিলনাড়ুতে ডিএমকে জোট জিতবে ৩৯ আসনে। অন্যদিকে মহারাষ্ট্রে এনডিএ পেতে পারে ২৮টি আসন। ইউপিএ জোট পাবে ২০টি আসন। তবে পাঞ্জাবে আম আদমি পার্টিই শেষ হাসি হাসবে বলে দাবি সমীক্ষার। ৬টি আসনে জিতবে কেজরিওয়ালের দল। ওড়িশায় বিজেডিই সবথেকে বেশি আসন পাবে। ১১টি আসনে জেতার কথা তাদের। অন্ধ্রপ্রদেশেও বিজেপিকে টক্কর দেবে টিডিপি ও জেএসপি। তারা একসঙ্গে ১৭টি আসনে জিতবে। যেখানে বিজেপি পাবে মাত্র ৩টি আসন। এমনই দাবি সমীক্ষার।

[আরও পড়ুন: ‘আগের চেয়ে এই সিস্টেম ভালো’, ইলেক্টোরাল বন্ড নিয়ে মুখ খুললেন নির্মলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement