সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উড়ানের আগে রুটিন পরীক্ষায় সময়ে ঘটল দুর্ঘটনা। বিমানের নিচে কাজ করার সময়ে দমবন্ধ মৃত্যু হল স্পাইসজেটের এক কর্মী। বুধবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। কীভাবে এমন ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছে স্পাইসজেট ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: উল্টোডাঙা উড়ালপুলে ফাটল, আপাতত বন্ধ যানচলাচল]
মৃত বিমানকর্মীর নাম রোহিত বীরেন্দ্র পাণ্ডে। বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী ছিলেন তিনি। কয়েক মাস আগে বদলি হয়ে এসেছিলেন কলকাতায়। জানা গিয়েছে, বুধবার ভোরে উড়ানের আগে একটি বিমানের রুটিন পরীক্ষা চলছিল দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের ঠিক নিচেই কাজ করছিলেন রোহিত। তখনই ঘটে বিপত্তি। আচমকাই বিমানের নিচের অংশ বা বেলির দরজাটি বন্ধ হয়ে যায়। বিমানকর্মী রোহিতের মাথা-সহ শরীরের উপরের অংশটি দরজার ভিতরে আটকে যায়। ঘটনাটি যখন তাঁর সহকর্মীদের নজরে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে স্পাইসজেটের প্রযুক্তি বিভাগের কর্মী রোহিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, রোহিত একা নন, ঘটনার সময় তাঁর সহকর্মীরাও বিমান পরীক্ষার কাজ করছিল। যেখানে বিমান দাঁড়িয়েছিল, সেখানে যথেষ্ট আলোও ছিল। তাহলে কেন ঘটনাটি কারও নজরে পড়ল না? এই প্রশ্ন ওঠায় একযোগে ঘটনার তদন্তে নেমেছে স্পাইসজেট ও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: মাথায় বন্দুক ঠেকিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক]
কয়েক মাস আগে কুয়েত বিমানবন্দরে কাজ করার সময়ে দুর্ঘটনার বলি হয়েছিলেন এক ভারতীয় বিমানকর্মী। এয়ারপোর্ট স্কোয়্যার থেকে একটি বিমানটিকে টার্মিনালে নিয়ে যাওয়ার পথে টাগ ভেহিক্যাল থেকে পড়ে যান ওই বিমানকর্মী। সামনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত আনন্দ রামচন্দ্রণ কেরলের তিরুঅন্তপুরমের বাসিন্দা ছিলেন৷
The post কাজ করার সময়ে দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে মৃত্যু বিমানকর্মীর appeared first on Sangbad Pratidin.