shono
Advertisement

সাতসকালে পিকনিকে যাওয়ার পথে পিকআপ ভ্যানে ধাক্কা ট্রাকের, মৃত ৪

গুরুতর জখম ৫ জন।
Posted: 09:25 AM Jan 05, 2021Updated: 10:20 AM Jan 05, 2021

কল্যাণ চন্দ, বহরমপুর: সাতসকালে পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনা। প্রাণ গেল ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি ৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরের দাদপুর এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে পিকনিক করতে পিকঅ্যাপ ভ্যানে রানাঘাট থেকে লালবাগে যাচ্ছিলেন ১৬ জন। রেজিনগর ও বেলডাঙা থানার মাঝে গাড়ি থামিয়ে কয়েকজন নামেন। সেই সময়ই উলটো দিক থেকে আসা বেপরোয়া একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। আহত হন যাত্রীরা। আর্তনাদ কানে পৌঁছতেই স্থানীয়রা বেরিয়ে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়রা তড়িঘড়ি আহত ১০ জনকে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই ডাক্তাররা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার। মৃতেরা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা।

[আরও পড়ুন: বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে ‘হামলা’ তৃণমূলের, ঝরল রক্ত, অগ্নিগর্ভ জগৎবল্লভপুর]

জানা গিয়েছে,  আহত আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নাকি ট্রাকটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়েছে নিহতদের পরিবার। পিকনিকের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। 

[আরও পড়ুন: ঘরে ঘরে পৌঁছতে হবে সরকারি প্রকল্পের সুবিধা, উত্তরবঙ্গ সফরে দলীয় নেতাদের বার্তা অভিষেকের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার