shono
Advertisement

সাতসকালে নদিয়ার বেথুয়াডহরিতে মর্মান্তিক দুর্ঘটনা, লরি-গাড়ির সংঘর্ষে মৃত্যু ৫ জনের

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Posted: 09:47 AM Oct 28, 2022Updated: 01:29 PM Oct 28, 2022

বিপ্লবচন্দ্র দত্ত ও শংকরকুমার রায়: সাতসকালে নদিয়ার (Nadia) বেথুয়াডহরিতে মর্মান্তিক দুর্ঘটনা। লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ২ শিশু-সহ মোট পাঁচজনের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে দেহ গুলি।

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন মোট ৫ জন। তার মধ্যে ২ জন শিশু। শুক্রবার ভোরে রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল গাড়িটি। পথে নদিয়ার বেথুয়াডহরিতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পাঁচ আরোহী আটকে পড়েন গাড়ির ভিতরে। বিকট শব্দ পেয়ে এলাকার বাসিন্দারাই প্রাথমিকভাবে গাড়িতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায়।

[আরও পড়ুন: ‘ছট পুজোতেও পাত্তা নেই বিহারীবাবুর’, শত্রুঘ্ন সিনহার নামে ‘নিখোঁজ’ পোস্টারে ছয়লাপ কুলটি]

তড়িঘড়ি পুলিশ গিয়ে ক্রেনের সাহায্যে গাড়িতে আটকে পড়া ৫ জনকে উদ্ধার করে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে ৫ জনেরই। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতেরা সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। তাঁদের নাম বিদ্যুৎ রায় (৩৮), পারুল রায় (৬৮), অর্কপর্ণ রায় (১০) আয়ুষ্মান রায়(৫) এবং মুকুল সরকার (৫৬)। মৃতেরা সকলেই একই পরিবারের সদস্য। পরিবার সূত্রে খবর, রায়গঞ্জ থেকে নবদ্বীপে দীক্ষা নিতে আসছিলেন তাঁরা। পথেই ঘটে গেল অঘটন।

[আরও পড়ুন : নিশীথ প্রামাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি জটে উদয়ন, পুলিশে অভিযোগ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার