দিশা ইসলাম, বিধাননগর: ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা নিউটাউনে। রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনের ইকোপার্কের প্যাঁচার মোড়ের সিগন্যালে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে গুরুতর জখম ১ বাইক আরোহী-সহ তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক ও নিউটাউন ট্রাফিক পুলিশ। তাঁরা আহতদের উদ্ধার করে চিনারপার্ক সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। রেষারেষি করায় চারজনকে আরোহী আটক করে পুলিশ। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রেষারেষি করতে গিয়ে প্যাঁচার মোড়ের সিগন্যালে একের পর এক গাড়ির পিছনে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। এতে বাইকটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে-মুচড়ে যায় লাল রঙের দামি চারচাকা গাড়িটি। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউটাউন বিশ্ববাংলা গেটের দিক থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল পণ্যবাহী একটি মিনি ট্রাক। সেই সময় দু’টি চারচাকা গাড়ি নিজেদের মধ্যে রেষারেষি করে দ্রুত গতিতে ছুটে আসছিল।
[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]
তাদের মধ্যে এক চালক ইকোপার্ক প্যাঁচার মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে সিগনালে দাঁড়িয়ে থাকা একটি বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর ওই সিগন্যালে অপেক্ষারত তিনটি গাড়িতে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, সবমিলিয়ে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনা পরবর্তীতে কিছু সময়ের জন্য চিনারপার্কগামী রাস্তাটি বন্ধ করে দেয় পুলিশ। তাতে সাময়িক যানজট তৈরি হলে পরে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনার দিন দশেক আগে মাঝরাতে নিউ টাউনের মূল সড়ক পথ বিশ্ব বাংলা সরণির উপর বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় অকাল মৃত্যু হয়েছিল তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মরত এক তরুণীর। পুলিশ জানিয়েছে, মৃত তথ্যপ্রযুক্তি কর্মী স্বাগতী ঘোষ (২৩)। সে নিউ বারাকপুরের বাসিন্দা। জখম হয়েছেন তরুণীর সঙ্গী বাইক চালক আহত হয়েছিলেন। ঘটনায় ঘাতক গাড়ির চালক নারকেলডাঙার বাসিন্দা মাঝবয়সী মহম্মদ নিশানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।