shono
Advertisement

Breaking News

QR code

দিনভর QR কোডে পেমেন্ট করেন? এই বিষয়গুলো মাথায় না রাখলে হতে পারেন সর্বস্বান্ত!

সাবধান হন আপনিও।
Published By: Tiyasha SarkarPosted: 01:37 PM Dec 19, 2024Updated: 01:37 PM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাশ লেনদেন এখন প্রায় অতীত। অটো ভাড়া থেকে শপিং, রেস্তোরাঁর বিল পেমেন্ট-সবটাই হয় QR কোড স্ক্যান করে। কারণ একটাই, এতে ঝক্কি অনেক কম। কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন। পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এড়াবেন এই সমস্যা।

Advertisement

বড় অঙ্ক শুধু নয়, বর্তমানে সামান্য পাঁচ-দশটাকাও লেনদেন করা হয় কিউআর কোড স্ক্যান করে। আর এখানেই লুকিয়ে বিপদ। সেই কারণেই বলা হচ্ছে, QR কোড স্ক্যান না করে, চেষ্টা করতে হবে মোবাইল নম্বর বা ইউপিআই আইডিতে পেমেন্ট করার। তা অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত। আপনি যে অ্যাকাউন্ট থেকে সর্বত্র অনলাইন পেমেন্ট করেন, চেষ্টা করুন সেখানে কম টাকা টাকা রাখতে। সর্বোচ্চ ৫ হাজার টাকা। ফলে  সতর্কতা সত্ত্বেও কোনওভাবে প্রতারকদের ফাঁদে পড়লেও বেশি টাকা খোয়াতে হবে না।

এখানেই শেষ নয়, যদি হঠাৎ করে অপরিচিত কেউ কোনও লিংক পাঠান। তাতে পেমেন্ট করার আগে ভালো করে তা খতিয়ে দেখুন। প্রতারকদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই লিংকে বিভিন্ন রকম বানান ভুল থাকে। ফলত, অপরিচিত কারও পাঠানো লিংকে পেমেন্ট করার আগেই একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জালিয়াতদের হাত থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অটো ভাড়া থেকে শপিং, রেস্তোরাঁর বিল পেমেন্ট-সবটাই হয় অনলাইনে। কারণ একটাই, এতে ঝক্কি অনেক কম।
  • কিন্তু পরিশ্রম কমাতে গিয়ে বহু মানুষ প্রতিদিন প্রতারকদের ফাঁদে পড়ছেন।
  • অনলাইন পেমেন্ট করতে গিয়ে দেখছেন, মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এড়াবেন এই সমস্যা।
Advertisement