shono
Advertisement

কুকুর নিধনের প্রতিবাদ চলাকালীন পশুপ্রেমীদের উপর পুলিশের লাঠিচার্জ

পুলিশের মারে জখম পশুপ্রেমী অভিনেত্রী। The post কুকুর নিধনের প্রতিবাদ চলাকালীন পশুপ্রেমীদের উপর পুলিশের লাঠিচার্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM Jan 23, 2019Updated: 02:51 PM Jan 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস হাসপাতালে কুকুর হত্যাকাণ্ডে মূল দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদে বসেছিলেন একদল পশুপ্রেমী৷ অভিযোগ, রাতের অন্ধকারে ওই প্রতিবাদী পশুপ্রেমীদের বেধড়ক মারধর করেছে পুলিশ৷ মারধরের অভিযোগে বিধাননগর থানার বিরুদ্ধে সরব হয়েছেন প্রতিবাদীরা৷ পুলিশের মারে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন পশুপ্রেমী৷ আর জি কর-সহ বিভিন্ন শহরের হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা৷ বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনতে তাঁরা যোগাযোগেরও চেষ্টা করছেন। দিয়েছেন আরও বৃহত্তর প্রতিবাদের ডাক৷

Advertisement

এনআরএস হাসপাতালে কুকুর নিধন কাণ্ডের তদন্ত কমিটির দেওয়া রিপোর্টে অভিযুক্ত হিসাবে উঠে এসেছে দুই নার্সিং পড়ুয়া মৌটুসি মণ্ডল ও সোমা বর্মনের নাম৷ এদের কঠোর শাস্তির দাবিতেই মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদে বসেছিলেন পশুপ্রেমীরা৷ প্রতিবাদীদের দাবি ছিল, যতক্ষণ না অভিযুক্তরা শাস্তি পাচ্ছেন, ততক্ষণ সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা৷ অভিযোগ, মঙ্গলবার রাত একটা নাগাদ সেখানে হাজির হন বিধাননগর থানার পুলিশ কর্মীরা৷ প্রথমে ধমকে-চমকে প্রতিবাদীদের সেখান থেকে হটানোর চেষ্টা করেন তাঁরা৷ নাছোড় প্রতিবাদীদের সরাতে ব্যর্থ হয়ে, তাঁদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করে পুলিশ৷ যাতে গুরুতর চোট পেয়েছেন প্রতিবাদীদের অনেকে৷ তাঁদের ভরতি করা হয় আর জি কর হাসপাতালে৷

মঙ্গলবারের ওই প্রতিবাদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত মুখোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। স্লোগানিং করছিলাম। হঠাৎই আমাদের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন পুলিশকর্মীরা। আমারা প্রতিবাদ করলে মারধর শুরু করে পুলিশ। মাটিতে ফেলে লাথি,ঘুষি মারা হয় আমাদের৷ রক্ষা পাননি মহিলারাও। এক মহিলাকে ঠেলে নর্দমায় ফেলে দেওয়া হয়।’’ এমনকি পুলিশের মারধরে অভিনেত্রীও হাতে চোট পেয়েছেন বলে জানান। এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন পশুপ্রেমীরা৷

The post কুকুর নিধনের প্রতিবাদ চলাকালীন পশুপ্রেমীদের উপর পুলিশের লাঠিচার্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement