সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতের ব্যক্তিত্বদের রাজনীতিতে আসা নতুন নয়। সে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি হোক কিংবা বাংলা। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তারকারা রাজনীতিকে প্রায় বিকল্প পেশা হিসেবেই বেছে নিয়েছেন বলা চলে। এবার শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের তরফে ২০২৪ সালের লোকসভা ভোটে বড় চমক থাকছে! অভিষেক বচ্চন (Abhishek Bachchan) নাকি মা-বাবার মতোই রাজনীতির ময়দানে নামতে চলেছেন।
শুধু তাই নয়, লোকসভা ভোটের প্রার্থীও হচ্ছেন জুনিয়র বচ্চন। ‘ব্রেথ’, ‘ঘুমর’, ‘ধুম ৪’, ‘হাউসফুল ৫’-এর মতো একাধিক ছবি হাতে থাকলেও বক্সঅফিসের মার্কশিটে বছরখানেক ধরেই অভিষেক বচ্চনের নম্বর ভাল নয়! সেই জন্যই রাজনীতির ময়দানে এবার ভাগ্য নির্ধারণ করতে নামছেন অভিনেতা? শোনা যাচ্ছে, মা জয়া বচ্চনের মতোই সমাজবাদী পার্টির হয়ে লড়তে চলেছেন অভিনেতা। উল্লেখ্য, রাজনীতির ময়দানের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের।
[আরও পড়ুন: ‘আমাকে ঘেন্না করলেও এড়াতে পারবে না’, নবনীতার উদ্দেশেই লেখা? জিতুর পোস্টে শোরগোল]
১৯৮৪ সালে বন্ধু রাজীব গান্ধির আবদারে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন অমিতাভ বচ্চন। বিপুল ভোটে জয়ী হয়েও মাত্র তিন বছরের মধ্যে সক্রিয় রাজনীতিকে বিদায় জানান তিনি। তবে জয়া বচ্চন ২০০৪ সাল থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যসভার সদস্য প্রবীণ বলিউড অভিনেত্রী। এবার শোনা গেল, মায়ের দলেই নাকি নাম লেখাতে চলেছেন পুত্র অভিষেক।
যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দল কিংবা অভিষেকের তরফে অফিশিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে ‘ভারত সমাচার’ নামে এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে ইতিমধ্যেই অভিষেক বচ্চনের রাজনৈতিক ইনিংসের অভিষেক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, গতবছর দশভি সিনেমায় এক রাজনীতিকের ভূমিকায় দেখা গিয়েছে। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও কি জুনিয়র বচ্চন এবার সেই ভূমিকায় অবতরণ করতে চলেছেন? উঠেছে প্রশ্ন।