সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বশুরবাড়ির দেশের মানুষ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। এছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'পদাতিক' ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার পদ্মাপারের অভিনেতার চিত্রশিল্পী সত্ত্বা দেখে মুগ্ধ টলিউডের ফার্স্টবয়। চঞ্চল নিজে হাতে সৃজিতের ছবি এঁকেছেন। বৃহস্পতিবার সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে পরিচালক লিখেছেন- "ধন্যবাদ চঞ্চল ভাই।"
দুরন্ত অভিনেতা হওয়ার পাশাপাশি চঞ্চল যে এত ভালো আঁকেন, সেকথা বোধহয় অনেকেরই অজানা। তাই তো বৃহস্পতিবার সৃজিতের পোস্ট অনেককেই হতবাক করে দিল! কোনওরকম রং নেই, একটুকরো কাগজে শুধু কালো কালির কলমের আঁচড়ে চঞ্চল ফুটিয়ে তুলেছেন সৃজিতের অবয়ব। যেন আনমনে তাকিয়ে রয়েছেন পরিচালক। চঞ্চল চৌধুরির আঁকায় মুগ্ধ সকলে। সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবিতে কিংবদন্তী মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। গতবছর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবির প্রিমিয়ার হয়ে গিয়েছে। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক জুটি। একসঙ্গে মার্কিন মুলুকে উড়ে যাওয়ার ছবিও শেয়ার করেছিলেন পরিচালক।
[আরও পড়ুন: চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ]
সৃজিতের ‘পদাতিক’ ছবি নিয়ে এক সাক্ষাৎকারে এর আগে চঞ্চল জানিয়েছিলেন, "মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা, আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবুও দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার উপর সৃজিত মুখোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করা। ওর যতগুলো কাজ দেখেছি। তা দেখে সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।” চঞ্চলের কথায়, "মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। ভাল-মন্দ এটা পরের বিষয়।" এবার সেই পরিচালকের ছবিই নিজে হাতে এঁকে বাংলাদেশ থেকে পাঠালেন চঞ্চল চৌধুরি।