সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ছবির জন্য ফের সুখবর। মাদ্রিদ-এশিয়া ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে ঋদ্ধি সেনের শর্ট ফিল্ম ‘কোল্ডফায়ার’। এটিই তাঁর পরিচালিত প্রথম ছবি। নবারুণ ভট্টাচার্যর ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই শর্ট ফিল্ম। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)।
ছবির গল্প শুরু হয় ২০২৯-এর প্রেক্ষাপটে। গ্লোবাল রিয়েল এস্টেট ব্যবসায়ী কেপি সরকারের কাছে ‘কোল্ডফায়ার’ নামে অদ্ভুত এক যন্ত্র বিক্রি করতে আসেন এক সেলসম্যান। যে যন্ত্রের সাহায্যে মানুষের শেষকৃত্য আরও ভাল ভাবে করা যাবে। সেই নিয়েই ছবির সূত্রপাত। মূলত, বহুদিন ধরে হয়ে আসা সমাজের শ্রেণি সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে ছবির গল্পে। ব্যবসায়ীর চরিত্রে বাবা কৌশিক সেন (Kaushik Sen) ও সেলসম্যানের চরিত্রে অভিনয় করেছেন রেডিওর জনপ্রিয় সঞ্চালক সোমক।
[আরও পড়ুন: এবার টুইটার থেকে বিদায় নিচ্ছেন কঙ্গনা রানাউত! কিন্তু কেন?]
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা ঋদ্ধি সেন জানিয়েছিলেন, ২০১৭ সালে দাদুর শেষকৃত্যে শ্মশান গিয়েছিলেন অভিনেতা। সেই ঘটনা তাঁর জীবনে আমূল পরিবর্তন আনে। তারপরেই এই ছবি তৈরি করার কথা ভাবেন বলে জানিয়েছিলেন অভিনেতা ঋদ্ধি সেন।
২০১৯-এ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ভিঞ্চি দা’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তারপর শুরু করেন ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লাহ’ ছবির শুটিং।